Eye Makeup

মাস্কারা ছাড়াই আশকারা পাক আঁখিপল্লব! প্রাকৃতিক উপায়ে সুন্দর দেখাক চোখ

টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় এক রূপটান শিল্পী চোখের পাতায় পেট্রোলিয়াম জেলি লাগানোর কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলায় তাঁর মা-ই তাঁকে মেকআপের ওই কায়দা শিখিয়েছিলেন। স্বাভাবিক মেকআপ করার জন্য পেট্রোলিয়াম জেলি কত রকম ভাবে ব্যবহার করা যায়, তা মায়ের থেকেই জেনেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১২:০৮
Share:

ছবি : সংগৃহীত।

ভাল মাস্কারার দাম কমসম করেও ৩০০ থেকে ৪০০ টাকা হবে। যত বেশি ভাল, তত দামও বেশি। কিন্তু যদি জানতে পারেন, ১০ টাকা খরচ করেও ওই একই কাজ হবে, তা হলে? রূপটান শিল্পীরা বলছেন, মাস্কারার কাজ হল, চোখের পল্লবকে উপর দিকে তুলে সামান্য কোঁকড়ানো ভাব আনা। ওই একই কাজ করতে পারে পেট্রোলিয়াম জেলিও। বাড়তি পাওনা হল, তা থেকে চোখের পাতার কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে না।

Advertisement

সম্প্রতি টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় এক রূপটান শিল্পী চোখের পাতায় পেট্রোলিয়াম জেলি লাগানোর কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ছোট বেলায় তাঁর মা-ই তাঁকে মেকআপের ওই কায়দা শিখিয়েছিলেন। স্বাভাবিক মেকআপ করার জন্য পেট্রোলিয়াম জেলি কত রকম ভাবে ব্যবহার করা যায়, তা মায়ের থেকেই জেনেছিলেন তিনি। তার পর থেকে দীর্ঘ দিন ঠোঁটে গ্লস কিংবা গালে হাইলাইটার হিসাবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেছেন তিনি। তবে মাস্কারার বিকল্প হিসাবে পেট্রোলিয়াম জেলির ব্যবহার এখনও বন্ধ করেননি। টিকটকের ওই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে অন্যান্য সমাজমাধ্যমেও। পেট্রোলিয়াম জেলির নানা ধরনের ব্যবহার জেনে অভিভূত হয়েছেন নেটাগরিকেরাও।

কী ভাবে ব্যবহার করবেন?

Advertisement

মাস্কারার মতো ব্রাশে সামান্য পেট্রোলিয়াম জেলি নিয়ে চোখের পল্লবে লাগিয়ে নিন। মাস্কারা যেমন নীচ থেকে উপরের দিকে ব্রাশ করেন, ঠিক সে ভাবেই চোখের পল্লবে ব্রাশ করুন পেট্রোলিয়াম জেলিও। আইল্যাশ কার্লার ছাড়াই সুন্দর ভাবে ‘কার্ল’ হবে চোখর পাতা।

কখন ব্যবহার করবেন?

মাস্কারার থেকেও ভাল কাজ করে পেট্রোলিয়াম জেলি। যদি স্নানের পর চোখের পল্লব ভিজে থাকা অবস্থায় ব্যবহার করা যায়। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত জেলি ব্যবহার করার প্রয়োজন নেই। সামান্য পেট্রোলিয়াম জেলিই যথেষ্ট।

খেয়াল রাখুন

অতিরিক্ত পেট্রোলিয়াম জেলি চোখের পাতা ভারী করে দিতে পারে। তাতে চোখের পাতার ত্বকে সংক্রমণ ছড়াতে পারে। আবার চোখে পেট্রোলিয়াম জেলি চলে গেলেও সমস্যা হতে পারে। মুখ পরিষ্কার করার সময়েও ভাল ফেসওয়াশ দিয়ে মুখ এবং চোখের পল্লব ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement