রকমারি পোশাকের সঙ্গে বেছে নিতে পারেন টোট ব্যাগ। ছবি: সংগৃহীত।
হাড়কাঁপানো ঠান্ডা না পড়লেও ক্যালেন্ডারের হিসাবে এখন শীতকাল। আর শীতের মরসুম মানেই ঘোরা, খাওয়া,আড্ডা, পার্টি— সব মিলিয়ে উৎসবের মেজাজ। উৎসব মানেই সাজগোজ, রকমারি পোশাক। তবে তার সঙ্গে চাই মানানসই ব্যাগও।
চট, কাপড়, চামড়া, পুঁতি —রকমারি উপকরণের নানা ধরনের ব্যাগ পাওয়া যায়। তবে, বড় ব্যাগের সুবিধা চাইলে টোট ব্যাগই ভাল। প্রয়োজন এবং ফ্যাশন— দুই দিক একসঙ্গে সামলাতে চইলে বেছে নিতেই পারেন রকমারি টোট ব্যাগ।
কী এই টোট ব্যাগ?
আকারে বড় জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যাগ। মূলত কাপড়েরই হয়। তবে চামড়া-সহ বিভিন্ন উপকরণের ‘স্টাইলিশ’ টোট ব্যাগও পাওয়া যায়। ‘টোট’ শব্দটি উত্তর আমেরিকার কথ্য ইংরেজি থেকে উঠে আসা। যার অর্থ— ‘বহন করা’ বা ‘বহনযোগ্য’।
রকমারি টোট ব্যাগ
ক্যানভাস টোট ব্যাগ: দিনের বেলা বেড়ানো হোক বা কারও বাড়িতে যাওয়া, শাড়ি হোক বা আধুনিক পোশাক— ক্যানভাস টোট ব্যাগ যে কোনও ক্ষেত্রেই মানানসই। শক্তপোক্ত সুতির ক্যানভাস কাপড় দিয়ে তৈরি হয় এই ধরনের ব্যাগ। জলের বোতল থেকে টুপি, ছাতা, টুকিটাকি জিনিস রাখার জন্যেও এই ধরনের ব্যাগ বেশ উপযোগী।
ক্যানভাস টোট ব্যাগ শাড়ি , জিন্স-টপের সঙ্গে ভাল লাগবে। ছবি: সংগৃহীত।
লেদার টোট ব্যাগ: অফিস পার্টি হোক বা মিটিং, কিংবা অফিসের কাজ সেরে কোথাও ঝটিতি সফর, সে ক্ষেত্রে লেদার টোট ব্যাগ বেছে নিতে পারেন। খাটো ঝুল বা হাঁটুঝুলের যে কোনও পোশাক, মিনি স্কার্টের সঙ্গে লেদার টোট ব্যাগ দিব্যি মানিয়ে যাবে। চামড়ার তৈরি এই ব্যাগ বেশ মজবুত। ফলে ট্যাব, ল্যাপটপ নিতেও সুবিধা। তা ছাড়া চামড়ার ব্যাগের বাড়তি আভিজাত্য তো রয়েছেই।
উওভেন টোট ব্যাগ: এই ধরনের ব্যাগে শৌখিনতার ছোঁয়া থাকে। হাত বা মেশিনে বোনা কাপড় বা চটের অংশ দিয়ে এই ধরনের টোট ব্যাগ তৈরি করা হয়। শাড়ির সঙ্গেও যেমন এই ব্যাগ নেওয়া যায়, তেমনই জিন্স-টপের সঙ্গেও এটি বেশ মানায়।
উওভেন টোট ব্যাগ। ছবি: সংগৃহীত।
স্ট্র টোট ব্যাগ: দড়ি, মোটা সুতো-সহ বিভিন্ন জিনিস দিয়ে হাতে বুনে এই ধরনের টোট ব্যাগ বানানো হয়। শাড়ি, চুড়িদার, সালোয়ার, কুর্তার সঙ্গে এই ধরনের ব্যাগ দেখতে বেশ ভাল লাগে। পশ্চিমি ধাঁচের পোশাকের সঙ্গেও এটি নেওয়া যায়।
ল্যাপটপ টোট ব্যাগ: ল্যাপটপ নেওয়ার জন্য এই ধরনের টোট ব্যাগ তৈরি করা হয়। বিজ়নেস মিটিং থেকে অফিসের ট্যুর কিংবা কাজের পর অফিস পার্টিতে যোগ দিতে হলে এই ধরনের টোট ব্যাগ বেছে নিতে পারেন।