Funny Incident

চোখের পলক ঘন করতে পার্লারে গিয়েছিলেন তরুণী, বাড়ি ফিরলেন পুরু গোঁফ নিয়ে

চোখের পলক কৃত্রিম ভাবে ঘন করবেন বলে পার্লারে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময়ে বাড়তি পাওনা হিসাবে পেলেন এক জোড়া গোঁফও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৭:০৬
Share:

পলকের বদলে গোঁফ। ছবি: সংগৃহীত।

কৃত্রিম ভাবে চোখের পলক ঘন করতে বিউটি পার্লারে গিয়েছিলেন মহিলা। কাজ হয়ে যাওয়ার পর আয়নায় নিজের মুখ দেখে আঁতকে ওঠেন তিনি।

Advertisement

আয়ারল্যান্ডের বাসিন্দা ৪০ বছর বয়সি শেলি জনসন চোখ পলক ঘন করতে গিয়েছিলেন স্থানীয় একটি বিউটি পার্লারে। এটি করার সময়ে স্বাভাবিক ভাবেই চোখ বন্ধ রাখতে হয়। অনেক ক্ষণ ধরে কাজটি চলায় শেলি ঘুমিয়ে পড়েছিলেন। কাজ করতে করতে হঠাৎ পার্লারের কর্মী ডেস্ট্রির মাথায় একটা দুষ্টুবুদ্ধি খেলে। তিনি কয়েকটি পলক নিয়ে শেলির গোঁফের জায়গায় হালকা করে আটকে দেন।

যথাসময়ে ঘুম ভাঙে শেলির। চোখে খুলে আয়নার দিকে তাকাতেই আঁতকে ওঠেন তিনি। এসেছিলেন চোখের পলক লাগাতে, বাড়তি পাওনা হিসাবে ঠোঁটের উপরে এক জোড়া গোঁফ দেখে শেলি হঠাৎ কাঁপতে কাঁপতে নীচে পড়ে যান। তাই দেখে খানিক ভয় পেয়ে যান ডেস্ট্রি। তিনি পুরোটাই মজা করার জন্য করেছিলেন। কিছুক্ষণ পরে অবশ্য নিজে থেকেই সুস্থ হয়ে যান শেলি। ডেস্ট্রির কাছে গোঁফের আসল রহস্য জানার পর নিজেই হাসিতে ফেটে পড়েন তিনি। শেষ পর্যন্ত গোঁফ নিয়েই বাড়ি ফেরেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement