প্রিয়ঙ্কা চোপড়া।
প্রিয়াঙ্কা চোপড়ার মতো মন ভোলানো হাসি খুব কম বিশ্ব সুন্দরীর আছে। সময়ে-অসময়ে এক গাল হাসিতেই ফুটে ওঠে তাঁর রূপ। ত্বকের জেল্লা, চোখের মায়াবী ঝিলিক, সব এক হয়ে যায়। কিন্তু ঠোঁট সুন্দর না হলে কি আর সে হাসির মাধুর্য থাকে?
প্রিয়ঙ্কার ঠোঁট আরও অনেকের ঠোঁটের চেয়ে আলাদা। শীতকালেও ঠোঁট অমন গোলাপি, মসৃণ থাকে কী ভাবে?
প্রিয়ঙ্কার রূপ দেখে মুগ্ধ হন অনেকেই। কিন্তু বোঝাই যায়, রূপের যথেষ্ট যত্ন নিতে পছন্দ করেন প্রিয়ঙ্কা। সুন্দরীর ঠোঁট দেখে মুগ্ধ যাঁরা, তাঁরা কি জানতে চান কী ভাবে নিজের ঠোঁটের যত্ন নেন প্রিয়ঙ্কা?
ঠোঁটের যত্ন নিতে একটি বিশেষ ধরনের ঘরোয়া স্ক্রাব ব্যবহার করেন প্রিয়ঙ্কা।
কী দিয়ে বানানো হয় সেই স্ক্রাব? খুব সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয় স্ক্রাবটি। তার জন্য চাই মাত্র কয়েকটি জিনিস।
এই স্ক্রাবের মূল উপাদান হল সন্ধন লবণ। এক চিমটি লাগবে। তা ছাড়া এতে লাগবে এক চা চামচ গ্লিসারিন আর এক চা চামচ গোলাপ জল।
কী ভাবে বানাবেন স্ক্রাবটি? সব ক’টি উপাদান একটি পাত্রে নিন। তার পর হাত দিয়েই মিশিয়ে নিন সব ক’টি উপকরণ। এ বার তা ঠোঁটে ভাল ভাবে ঘষতে থাকুন।
নিয়মিত এই স্ক্রাব ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ উঠে যাবে। জেল্লাও ফিরবে।