Face Pack for Open Pores

মুখের ত্বকের রন্ধ্র স্পষ্ট দেখা যাচ্ছে! কোন ফেসপ্যাকে আবার স্বাভাবিক হতে পারে?

কারণ যা-ই হোক ওপেন পোরসের সমস্যা দেখা গেলে ত্বক অনুজ্জ্বল দেখায়, মুখে বয়সেরও ছাপ পড়ে। কিছু ঘরোয়া প্যাক সাহায্য করতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২০:৫৯
Share:

ছবি : সংগৃহীত।

নানাকারণে মুখের ত্বকের রন্ধ্রপথ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। এগুলিকে বলা হয় ‘ওপেন পোরস’। যা হরমোনজনিত সমস্যা কিংবা জিনঘটিত সমস্যার কারণে হতে পারে, আবার অতিরিক্ত রোদ লাগলে, ভিটামিন এ-র অভাব হলে এমনকি, বয়সের কারণে ত্বকের স্বাভাবিক মেরামতির নিয়মিত প্রক্রিয়া ব্যাহত হলেও হতে পারে। তবে কারণ যা-ই হোক ওপেন পোরসের সমস্যা দেখা গেলে ত্বক অনুজ্জ্বল দেখায়, মুখে বয়সেরও ছাপ পড়ে।

Advertisement

ওপেন পোরসের সমস্যার সমাধান কী ভাবে?

সমস্যাটি যদি জিনঘটিত বা হরমোন জনিত বা ভিটামিন এ-র অভাবে হয়ে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা করানো দরকার। তা না হলে ঘরোয়া প্যাকে সমাধান হতে পারে।

Advertisement

কী কী সাহায্য করতে পারে?

মধু, লেবুর রস, মুলতানি মাটি, গোলাপ জল, বেসন, হলুদ, পেঁপেতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান। কোনওটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারে। কোনও কোনও উপাদান রন্ধ্রপথে জমে থাকা ময়লা দূর করতে পারে। কোনওটি ত্বকের মৃত কোষও দূর করতে পারে। আবার কোনও উপাদান ত্বকের টানটান ভাব বজায় রাখতে পারে।

কী ভাবে ব্যবহার করবেন?

১। টম্যাটোর রস এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে ২০ মিনিট মত মুখে লাগিয়ে রাখুন তার পরে ধুয়ে ফেলুন।

২। মধু এবং লেবুর রস সমপরিমাণে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

৩। মুলতানি মাটি এবং গোলাপ জল দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে মুখে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পরে জলে ভিজিয়ে আলতো হাতে ঘষে ঘষে পরিষ্কার করে নিন।

৪। পাকা পেপে থেঁতো করে বা বেটে তার সঙ্গে মধু এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। তার পরে ধুয়ে ফেলুন।

৫। হলুদ, দই এবং বেসন মিশিয়ে মুখে মাখলেও তা ত্বকের ওপেন পোরসের সমস্যা দূর করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement