চালের জল দিয়ে চুল ধোয়া হলে দিন কয়েকেই অনেক সমস্যা কমে যায়
ভাত রান্নার আগে চাল ভিজিয়ে রাখেন। তার পর সেই জল ফেলে নতুন করে জল দিয়ে ভাত বসান। আর চাল ভেজানো ঘোলাটে সেই জল ফেলে দেন।
কিন্তু চাল ভেজানো এই জল যে কতটা কাজে লাগে, তা জানা আছে কি?
চাল ভেজানো এই জলে রয়েছে পুষ্টিকর নানা ধরনের উপাদান। এতে থাকে নানা ধরনের খনিজ পদার্থ, ভিটামিন বি৬, অ্যামাইনো অ্যাসিডের মতো উপাদান। এই জল দিয়ে যদি ত্বক ও চুলের যত্ন নেওয়া যায়, তবে তা নানা ভাবে উপকার করতে পারে।
চাল ভেজানো এই জলে রয়েছে পুষ্টিকর নানা ধরনের উপাদান।
কী ভাবে ত্বকের যত্ন নিতে পারে চাল ভেজানো জল?
চাল ভেজানো জল দিয়ে নিয়মিত মুখ ধুলে বিভিন্ন ধরনের উপকার হয়। ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। ত্বক টানটান হয়। চলে যায় ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ-ছোপ। চালের জল ব্রণ কমাতেও সাহায্য করে। এই জলে নানা ধরনের উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে। আর ব্রণর ক্ষেত্রে তাই মেলে আরাম।
চুলের যত্ন কী ভাবে নেয় চালের জল?
চালের জল দিয়ে চুল ধোয়া হলে দিন কয়েকেই অনেক সমস্যা কমে যায়। চুল ঘন ও মসৃণ হয়। চুলের ঔজ্জ্বল্য বাড়ে। আরও সার্বিক ভাবে চুলের স্বাস্থ্য ভাল হয়।