Beauty

Under Eye Wrinkle Skin Care: কোন ৩টি ভুলে চোখের নীচে দেখা দিতে পারে বলিরেখা?

চোখের নীচে আর্দ্রতার অভাবে নানা রকম দাগ, বলিরেখা এখানেই প্রথম পড়া শুরু করে। তাই প্রয়োজন অধিক যত্নের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৭
Share:

বলিরেখা আড়াল করার জন্য প্রয়োজনীয় উপাদান সম্পর্কে অবগত থাকা প্রয়োজন।

বয়স হচ্ছে তা জানান দেয় চোখের চারপাশের ত্বক। চারপাশের ত্বক বাকি মুখের চেয়ে বেশি স্পর্শকাতর হয়। তাই আর্দ্রতার অভাবে নানা রকম দাগ, বলিরেখা এখানেই প্রথম পড়া শুরু করে। প্রয়োজন অধিক যত্নের।তবে প্রাথমিক ভাবে অনেকেই বুঝে উঠতে পারেন না চোখের তলায় কী ধরনের ক্রিম লাগানো যেতে পারে। বাজারে বলিরেখা দূর করার প্রসাধনীর অভাব নেই। এতে শুধু বিভ্রান্তি বৃদ্ধিই পায়। তাই বলিরেখা আড়াল করার জন্য প্রয়োজনীয় উপাদান সম্পর্কে অবগত থাকা প্রয়োজন।

Advertisement

হায়লারনিক অ্যাসিড

এই উপাদানটি চোখের নীচের অংশের চারপাশে আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে। ফলে সহজে বলিরেখা পড়তে পারে না।

Advertisement

মুখ ধোয়ার সময়ে চোখ এবং তার চারপাশের ত্বকে বেশি মালিশ করবেন না। ছবি: সংগৃহীত

ভিটামিন সি

ত্বকের যত্নে ভিটামিন সি অপরিহার্য। ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদন করে বলিরেখা কম করতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও ভিটামিন সি বেশ উপযোগী।

ডি’গ্লুকোসিল গ্যালিক অ্যাসি়ড

ত্বকের উপকারী এই উপাদানটি সম্পর্কে অনেকেই খুব একটা পরিচিত নন। তবে ত্বকের জন্য এটি বেশ উপকারী। কমবয়সেও অনেকের বলিরেখা পড়ে। তাঁরা অনায়াসে এই উপাদান ব্যবহার করতে পারেন।

ত্বকের বলিরেখা দূর করার জন্য কোন তিনটি কাজ এড়িয়ে চলবেন?

১) মুখ ধোয়ার সময়ে চোখ এবং তার চারপাশের ত্বকে বেশি মালিশ করবেন না।

২) ত্বকের নীচে অংশে অ্যালকোহল জাতীয় কোনও প্রসাধনী ব্যবহার করবেন না।

৩) চোখের চারপাশের ত্বক সব চেয়ে বেশি স্পর্শকাতর। তাই এই অংশে রাসায়নিক উপাদান জাতীয় প্রসাধনী ব্যবহার না করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement