—প্রতীকী ছবি।
শীতকাল মানেই ঠোঁট ফাটার সমস্যা। ত্বকের মতো ঠোঁটও ফাটতে শুরু করে। অনেকেই ঠোঁট ফাটার সমস্যায় পেট্রোলিয়াম-জাত জেলি ব্যবহার করেন। তবে তাতে সাময়িক সুফল পাওয়া যায়। কিছু ক্ষণ পরেও আবার ঠোঁটে টান ধরতে শুরু করে। ফেটে চৌচির হয়ে যাওয়া ঠোঁট ঢাকতে ভরসা লিপস্টিক। তবে মাঝেমাঝেই লিপস্টিক উঠে গিয়ে ফাটা ঠোঁট বেরিয়ে পড়ে। তখন স্বাভাবিক ভাবেই অস্বস্তি হতে শুরু করে। তবে কিছু নিয়ম মেনে লিপস্টিক ব্যবহার করলে রং স্থায়ী হবে দীর্ঘ ক্ষণ। রইল তেমন কয়েকটি টোটকা।
১) নামী সংস্থার দামি লিপস্টিকের ক্ষেত্রেও অনেক সময় এমন সমস্যা হয়। ঠোঁট আর্দ্রতা হারালে লিপস্টিক দ্রুত উঠে যায়। ঠোঁট শুকনো থাকলে লিপস্টিক বেশি ক্ষণ ঠোঁটে থাকে না। তাই লিপ বাম ব্যবহার করতে পারেন লিপস্টিক পরার আগে।
২) লিপস্টিক কেনার সময় দেখে নিন তাতে সিলিকন আছে কি না। লিপস্টিকের রং দীর্ঘ ক্ষণ ধরে রাখতে সিলিকন বেশ কার্যকরী। লিপস্টিক পরার সময় একটু গাঢ় করে পরুন। গাঢ় কোনও রং পরতে পারেন। তাতেও খানিকটা সুবিধা হবে।
৩) লিপস্টিকের রং ধরে রাখার আরও একটি সহজ উপায় হল প্রাইমার লাগিয়ে নেওয়া। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে। সহজে লিপস্টিকের রং উঠে যাবে না।