প্রতীকী ছবি।
শীতের শুরুতে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে। গা-হাত-মুখে টান ধরছে। আর নিশ্চুপে ফাটছে পা। এমন পরিস্থিতিতে নানা ধরনের ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করাই যায়। কিন্তু তাতে সব সময়ে যথেষ্ট কাজ হয় না। বিশেষ করে ফাটা পায়ের ত্বক আবার মসৃণ করা যথেষ্টই কঠিন কাজ। কিন্তু ত্বকের যত্ন নিতেই হবে। না হলে ফাটা গোড়ালি দেখতে খারাপ লাগবে। তার উপর ফাটা অংশ দিয়ে পায়ে ময়লাও ঢোকে।
সে ক্ষেত্রে একটু অন্য ভাবে নেওয়া যায় ফাটা গোড়ালির যত্ন। কোনও ক্রিম বা ময়শ্চারাইজার নয়, মোমেই রাখা যায় ভরসা।
প্রতীকী ছবি।
কী ভাবে মোম দিয়ে যত্ন নেবেন ত্বকের?
একটি পাত্রে কিছুটা মোম নিন। তার পর সেই পাত্রটি গরম করে মোম গলিয়ে ফেলুন। আগুন থেকে নামিয়ে নিয়ে সেই মোমের মধ্যে দিয়ে দিন দু’চামচ সর্ষের তেল। ভাল ভাবে তেল আর মোম মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে মিশ্রণটি একটু ঠান্ডা হতে দিন। মিশ্রণটি একটু ঠান্ডা হয়ে গেলে গোড়ালিতে ভাল করে লাগান। এ ভাবে কয়েক দিন পায়ে মোম লাগান। সমস্যা কমতে দ্রুত। গোড়ালি মসৃণ হয়ে যাবে।