ফের শিরোনামে উরফি ছবি: সংগৃহীত
নিত্যনতুন ‘অদ্ভুত’ ধরনের সব পোশাক পরার জেরে মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে চলে আসেন মডেল, অভিনেত্রী উরফি জাভেদ। এর আগেও কখনও গায়ে শুধু সেফটি পিন আটকে, কখনও আবার কাচ কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি পোশাক পরেই রাস্তায় বেরিয়ে নজর কেড়েছিলেন তিনি। এ বার নিজের ইনস্টাগ্রামে কালো জালের মতো পোশাক পরে ধরা দিলেন তিনি।
ওই রিলে দেখা গিয়েছে উর্ধ্বাঙ্গে কালো জালের সঙ্গে রয়েছে কেবল অন্তর্বাস। নিম্নাঙ্গে পাজামার সঙ্গে বাঁধা রয়েছে একটি ফিতের মতো কাপড়ের টুকরো। ঠিক যেমন ভাবে উপহার বাঁধা হয় অনেকটা তেমন ভাবেই গিঁট বাঁধা তাতে। সাজের সঙ্গে রয়েছে খোঁপা, আর নামমাত্র রূপটান।
‘বিগ বস ওটিটি’-র প্রতিযোগী উরফি নিজের রিলে লিখেছেন, ‘তাঁর উপস্থিতিই আসলে এক উপহার’। পাশাপাশি তিনি জানিয়েছেন, নিজের রূপটান নিজেই করেছেন তিনি। পোশাক তৈরি করেছেন, শ্বেতা গুরমিত কৌর।