অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।
পুজো আসতে এখনও মাস দেড়েক সময় আছে। তবে তার আগে কেনাকাটা করতে বেরোতে হচ্ছে প্রায়ই। গড়িয়াহাট কিংবা নিউমার্কেটে প্রায় দিনই চেনা কারও না কারও সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সেখান থেকেই সময় বাঁচিয়ে একটু আড্ডা দিতে বন্ধুবান্ধবকে নিয়ে চলে যাচ্ছেন আশপাশেরই কোনও ক্যাফেতে। কারও সঙ্গে দেখা হবে ভেবে তো বেরোননি। কিন্তু বেরিয়ে দেখা হয়ে গেলে, তখন তো মেকআপ করে মুখের খুঁত ঢাকার সুযোগ থাকে না। ফলে ‘নো মেকআপ’ লুকেই ত্বকের জেল্লা ধরে রাখার মন্ত্র জানা দরকার। তার জন্যে যে খুব বেশি সময় লাগবে, তা-ও কিন্তু নয়। বাড়ি থেকে বেরোনোর আগে হাতে মাত্র মিনিট ১৫ সময় থাকলেই ত্বকে ফিরে আসবে হারিয়ে যাওয়া জেল্লা। টোম্যাটো, হলুদ এবং মধু দিয়ে তৈরি প্যাকেই হবে সমস্যার সমাধান।
টোম্যাটো, হলুদ এবং মধু দিয়ে তৈরি প্যাকেই হবে সমস্যার সমাধান। ছবি: সংগৃহীত।
উপকরণ:
১) পাকা টোম্যাটো: ১টি
২) মধু: আধ চা চামচ
৩) হলুদ গুঁড়ো: আধ চা চামচ
পদ্ধতি:
১) প্রথমে বাজার থেকে কিনে আনা টোম্যাটো ভাল করে ধুয়ে গ্রেট করে নিন।
২) এর মধ্যে দিয়ে দিন হলুদের গুঁড়ো এবং মধু।
৩) এ বার হাত দিয়ে ভাল করে চটকে নিন।
৪) মাখার আগে ভাল করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। যেন ত্বকের উপর কোনও ভাবেই তেল, ধুলো-ময়লা না থাকে।
৫) চোখ এবং ঠোঁটের চারপাশ বাদ দিয়ে ব্রাশের সাহায্যে পুরো মুখে মেখে ফেলুন।
৬) ১৫ থেকে ২০ মিনিট মতো রেখে দিন। স্পর্শকাতর ত্বক হলে মিনিট পাঁচেকর বেশি রাখার প্রয়োজন নেই। না হলে মুখে অস্বস্তি হতে পারে।
৭) শুকিয়ে গেলে মুখে সামান্য জল দিয়ে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন।
৮) মুখ ধোয়ার পরে মুখে অবশ্যই ময়েশ্চারাইজ়ার মাখতে হবে।