লিপস্টিক পরার আগে লিপলাইনার ব্যবহার করুন। ছবি: সংগৃহীত
গরম পড়লেও নিজেকে সাজিয়ে-গুছিয়ে পরিপাটি রাখতে ভালবাসেন অনেকেই। বিয়েবাড়ি হোক বা কর্মক্ষেত্র, লিপস্টিকে দিয়ে ঠোঁট না রাঙালে অসম্পূর্ণ থেকে যায় সাজ। তবে লিপস্টিক যেমন সাজের মাত্রা বাড়ায়, তেমনই এর ভুল প্রয়োগে তা নষ্টও হয়ে যেতে পারে। অনেক সময়ে দেখা যায়, লিপস্টিক পরলেই তা ঠোঁটের চারপাশে ছ়ড়িয়ে পড়ে। গরমে এই সমস্যা আরও বেশি করে দেখা যায়। এর ফলে রাস্তাঘাটে বিড়ম্বনায় পড়তে হয়। তবে লিপস্টিক লাগানোর সময়ে কয়েকটি নিয়ম মেনে চললে এমন হওয়ার আশঙ্কা কম।
১) লিপস্টিক পরার আগে লিপলাইনার ব্যবহার করুন। লিপলাইনার পেন্সিলে মোম জাতীয় পদার্থ থাকে লিপস্টিকের তুলনায় বেশি থাকে। ফলে লিপলাইনার দিয়ে ঠোঁট আঁকা থাকলে লিপস্টিকের রং অত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে না।
ছবি: সংগৃহীত
২) লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হালকা ফাউন্ডেশন লাগিয়ে নিন। তাতে লিপস্টিক ঠোঁটের উপর ভাল বসবে।
৩) লিপস্টিক লাগানোর পর অল্প করে ফেসপাউডার ঠোঁটের উপর বুলিয়ে নিন। এতে লিপস্টিকের তৈলাক্ত ভাব কমবে। লিপস্টিক ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকবে না।