Natural Hair Colour

মাথার ত্বকের কোনও ক্ষতি না করে চুলের স্বাভাবিক রং ফিরে পাওয়া সম্ভব? কী ভাবে?

পাকা চুল কালো করতে বাজারচলতি কৃত্রিম রঙের উপর ভরসা করেন অনেকেই। তবে এগুলি বেশির ভাগই রাসায়নিক নির্ভর। তাই সেখান থেকে উল্টে বিপত্তি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৮
Share:

পাকা চুল কালো হবে প্রাকৃতিক উপাদানে। ছবি: সংগৃহীত।

পাকা চুল এখন আর শুধু বয়স বেড়ে যাওয়ার লক্ষণ নয়। যে কোনও বয়সেই মাথায় উঁকি দিতে পারে রুপোলি রেখা। চুলের অকালপক্বতার মূল কারণ জিনগত। পাশাপাশি আধুনিক জীবন, মানসিক চাপ, পরিবেশ দূষণ, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাসেও অল্প বয়সে চুল পেকে যেতে পারে। এক বার চুল পাকতে শুরু করলে তা দ্রুত মাথার বাকি অংশে ছেয়ে যায়। তাই মাথায় সাদা চুল দেখা গেলেই সতর্ক হওয়া প্রয়োজন।

Advertisement

পাকা চুল কালো করতে বাজারচলতি কৃত্রিম রঙের উপর ভরসা করেন অনেকেই। তবে এগুলি বেশির ভাগই রাসায়নিক নির্ভর। সেখান থেকে আবার উল্টে বিপত্তি হতে পারে। তার থেকে বেছে নিন ঘরোয়া পদ্ধতি। রূপটান শিল্পীরা বলছেন, এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলি চুলের কোনও ক্ষতি না করেই স্বাভাবিক ভাবে চুলের রং ধরে রাখে। জেনে নিন সেগুলি কী কী।

১) চায়ের লিকার:

Advertisement

চুলের প্রাকৃতিক কন্ডিশনার। এক কাপ জলে চায়ের পাতা দিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। তার পর ঠান্ডা হয়ে এলে ভাল করে ছেঁকে নিন। ঠান্ডা করা এই লিকার চা চুলে ঢেলে কয়েক মিনিট রেখে দিন। মিনিট পাঁচেক পর শ্যাম্পু করে নিন। তবে এমন শ্যাম্পু ব্যবহার করুন, যাতে কোনও ক্ষার নেই। শ্যাম্পু করা হয়ে গেলে কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন চুল। কয়েক মাস এমন করতে থাকলে ধীরে ধীরে রং ফিরবে চুলে।

২) নারকেল তেল, লেবুর রস:

রূপচর্চায় এই দু’টি উপকরণের জুড়ি মেলা ভার। ৩ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন ২ চামচ লেবুর রস। এই মিশ্রণটি তেলের মতো করে চুলে মেখে নিন। কিছু ক্ষণ পর দু’হাত দিয়ে ভাল করে মালিশ করুন। তার পর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন চুল। উপকার পাবেন।

৩) আমলকি:

নারকেল তেলে কাঁচা আমলকি ফেলে সেই তেল ফুটিয়ে নিন। আবার আমলকি থেঁতো করেও মিশিয়ে রাখতে পারেন নারকেল তেলে। তেল ঠান্ডা হলে ভাল করে মাথায় ও চুলে মেখে নিন। আধ ঘণ্টা রাখার পর ভাল করে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার দিতে ভুলবেন না। সপ্তাহে তিন-চার দিন এই মিশ্রণ ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement