Skin Care Tips

বিয়ের পিঁড়িতে বসার আগেই ত্বক হবে কোমল, শুধু নিয়ম করে মাখতে হবে ৩ ফেসপ্যাক

বিশেষ করে শুষ্ক ত্বক হলে পরিচর্যায় যত্ন থাকা জরুরি। সেই সঙ্গে ত্বকেও চাই ঔজ্জ্বল্য। প্রসাধনী নয়, ঘরোয়া কিছু ফেসপ্যাক ব্যবহার করলে বিয়ের দিন শুষ্ক ত্বক কোমল ও জেল্লাদার হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৩৬
Share:

হবু কনেরা ত্বকের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

শীতকাল কবে আসবে? ‘সুপর্ণা’ কিংবা হাওয়া অফিস, এই প্রশ্নের নিশ্চিত কোনও উত্তর এখনও দিতে পারেনি। এদিকে শীতকাল জুড়ে বিয়ের মরসুম। শীতের অপেক্ষা বিয়ের দিনক্ষণ তো আর পিছোতে পারে না। নির্দিষ্ট সময়ে বিয়ের সানাই ঠিক বেজে উঠবে। হাতে বিশেষ সময়ও নেই আর। তাই হবু কনেদের ত্বকের যত্ন এ বার বাড়তি নজর দিতে হবে। বিশেষ করে শুষ্ক ত্বক হলে পরিচর্যায় যত্ন থাকা জরুরি। সেই সঙ্গে ত্বকেও চাই ঔজ্জ্বল্য। প্রসাধনী নয়, ঘরোয়া কিছু ফেসপ্যাক ব্যবহার করলে বিয়ের দিন শুষ্ক ত্বক কোমল ও জেল্লাদার হবে।

Advertisement

১) একটি পাকা কলার খোসা ছাড়িয়ে সেটিকে চটকে নিন। এর পর এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে এক টেমিল চামচ চটকানো কলা ভাল করে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট সেই মিশ্রণটি রাখার পরে ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন। বিয়ের এক মাস আগে সপ্তাহে ২ থেকে ৩ বার এই মিশ্রণটির ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল।

২) সামান্য দুধের মধ্যে কিছু সময়ের জন্য ওট্‌স ভিজিয়ে রাখুন। এর পর তার মধ্যে মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তার পরে মুখে এবং গলায় ভাল করে লাগিয়ে নিন। ৩ থেকে ৪ মিনিট রেখে অল্প শুকিয়ে এলে, আলতো ভাবে কিছু ক্ষণ ঘষে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে এবং ত্বককে কোমল রাখতে জাদুর মতো কাজ করবে এই মিশ্রণটি।

Advertisement

৩) শুষ্ক ত্বকের ক্ষেত্রে অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। অ্যালো ভেরা জেল-এর সঙ্গে এক চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। এরপর ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। সাধারণত অ্যালো ভেরা জেল এবং নারকেল তেল ত্বক পরিশোধনের কাজ করে। ত্বক থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement