Beauty

DIY Skin Care Tips: ত্বকের সমস্যা নিয়ে হতাশ হয়ে পড়েছেন? সমাধান পেতে পারেন তিনটি ঘরোয়া উপায়েই

যাঁদের ত্বক খুব স্পর্শকাতর ত্বকের যত্নে তাঁদের বাড়তি নজর দেওয়া প্রয়োজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৬
Share:

সারা বছরই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। ছবি: সংগৃহীত

শুধু শীতকাল বলে নয়, সারা বছরই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে যাঁদের ত্বক খুব স্পর্শকাতর ত্বকের যত্নে তাঁদের বাড়তি নজর দেওয়া প্রয়োজন। ত্বক ভাল রাখতে কেউ বাজার চলতি প্রসাধনীর উপর নির্ভর করেন কেউ বা ঘরোয়া পদ্ধতিতেই ভরসা রাখেন। এত কিছু করার পরেও অনেক সময় আশানুরূপ ফল পাওয়া যায় না। ত্বক আর্দ্র ও মসৃণ এবং সুস্থ রাখতে শুধু বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেই হবে না, প্রাকৃতিক ভাবেও ত্বকের যত্ন নিতে হবে।

Advertisement

মধু, ওটস এবং দুধ

এই তিনটি উপাদান ত্বক মসৃণ ও কোমল রাখতে ভীষণ সাহায্য করে। মিক্সিতে ওটস পিষে তার সঙ্গে মধু এবং দুধ মিশিয়ে তৈরি হয়ে মিশ্রণটি ত্বকে লাগাতে পারেন। ত্বকের অ্যান্টিঅক্সিড্যান্ট হিসাবে কাজ করে এই মিশ্রণটি।

Advertisement

ছবি: সংগৃহীত

কফি ও চকোলেট

এই দুটি উপাদানই ত্বকের বলিরেখা ও পোড়া ভাব দূর করতে সাহায্য করে। এ ছাড়াও সূর্যের ইউভি রশ্মির বিরুদ্ধে ত্বকের সুরক্ষা প্রদান করার পাশাপাশি ত্বকের মসৃণতা বজায় রাখে। চকোলেট পাউডার, দই ও কফি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে সপ্তাহে দু’দিন ব্যবহার করতে পারেন, উপকার পাবেন।

টমেটো ও গোলাপ জল

ত্বকের আর্দ্রতার জন্য গোলাপজল ও টমেটো দুই-ই ভীষণ কার্যকর। প্রাকৃতিক টোনার হিসাবেও খুব ভাল কাজ করে এই দুটি উপাদানের মিশ্রণ। সম পরিমাণ টমেটোর রস ও গোলাপ জল তুলোতে নিয়ে মুখে থুপে নিতে পারেন। এই দুটি উপাদানেই রয়েছে ভরপুর ভিটামিন এ, সি, এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ত্বক কোমল করার পাশাপাশি ত্বকের উন্মুক্ত ছিদ্রগুলিও বন্ধ করতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement