Winter Fashion

Alia Bhatt: শীতকালীন উৎসবের মধ্যমণি হতে চান? আলিয়া ভট্টের সাজ শিখিয়ে দেবে কী করে

শীতকালের সাজগোজ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। শীতপোশাকেও নিজেকে আকর্ষণীয় করে তুলতে সেজে উঠুন আলিয়ার মতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ১৮:৩৪
Share:

নানা পোশাকে আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত

ডিসেম্বরের শহরে ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। শীতের হাত থেকে বাঁচতে গায়ে উঠেছে সোয়েটার, টুপি, চাদর। তবে শীত মানেই নানা উৎসবের সমারোহ। সামনেই আসছে বড়দিন, নতুন বছর। উৎসবের এই আবহে সাজগোজ নিয়েও অনেকের নানা রকম চিন্তাভাবনা থাকে। অনেকেই আছেন যাঁরা শীতকালে শাড়ি পরতে পছন্দ করেন না। শাড়ি সামলাতেও হিমশিম খান। তাঁদের জন্যে ভরসা হতে পারেন আলিয়া ভট্ট। শীতপোশাকে জবুথবু না হয়ে উৎসবের মধ্যমণি হয়ে উঠতে বেছে নিতে পারেন আলিয়ার মতো এ রকম কিছু শীতপোশাক।

Advertisement

সাদা সোয়েটার সঙ্গে ব্লু ডেনিম জিন্স:

সাদা রঙের যে কোনও পোশাকই ভিড়ের মাঝে আপনাকে আলাদা করে দিতে পারে। রাতের পার্টিতে সাদা ফুলহাতা সোয়েটারের সঙ্গে নীল জিন্স আপনাকে সকলের মাঝে আপনাকে আকর্ষণীয় করে তুলবে।

Advertisement

কেতাদুুরস্ত টুপি:

যে কোনও ধরনের শীতপোশাকের সঙ্গে একটি হাল ফ্যাশানের টুপি আপনার ব্যক্তিত্বে একটি আলাদা সৌন্দর্য আনবে। বিনি-টুপি সব রকম পোশাকের সঙ্গে মানিয়ে যায়। যদি আলিয়ার মতো একটু নজরকাড়া বিনি টুপি খুঁজে বার করতে পারেন, তা হলে শীতের-পার্টির সাজ নিয়ে কোনও চিন্তাই থাকবে না।

বিনি-টুপি মানিয়ে যায় সব পোশাকের সঙ্গেই। ছবি: ইনস্টাগ্রাম

নানা রঙের জ্যাকেট:

কালো বা একরঙা যে কোনও টি-শার্টের সঙ্গে এ রকম একটি রংবেরঙের জ্যাকেট শীতকালীন উৎসবের সাজ জমিয়ে দিতে পারে। যে কোনও মেঘলা দিনে মন-ভালো করে দেওয়ার জন্য আলিয়ার রঙিন জ্যাকেটই যথেষ্ট।

রংবেরঙের জ্যাকেট মন-ভালো করে দিতে পারে। ছবি: ইনস্টাগ্রাম

লম্বা জ্যাকেট:

শীতকালীন পার্টিতে জিন্স পরতে না চাইলে হাঁটু ঝুলের কোনও একরঙা জামার সঙ্গে এই রকম একটি লম্বা ঝুলের জ্যাকেট পরে নিতে পারেন। খুব বেশি ঠান্ডা পড়লে আলিয়ার মতো একটি টুপিও মাথায় গলিয়ে নিতে পারেন।

পিকনিকের মানানসই সাজ। ছবি: সংগৃহীত

হুডি ড্রেস

আলাদা করে টুপি, মাফলার, সোয়েটার পরতে অনেকেরই অনিহা। অথচ পার্টিতে নিজেকে আকর্ষণীয় করে তোলাও চাই। তাঁদের জন্য হুডি ড্রেস একেবারে আদর্শ।

হুডি-ড্রেস পরে অনায়াসে যাওয়া যায় অনেক অনুষ্ঠানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement