রঙিন চুল যত্নে থাক। ছবি: সংগৃহীত।
গরমে চুলের যত্ন নেওয়া সহজ নয়। রঙিন চুলের ক্ষেত্রে এই কাজ আরও কঠিন হয়ে পড়ে। গরমের একঘেয়েমি কাটাতে অনেকই চুল রাঙিয়েছেন। আবার আগেই চুল রং করিয়েছিলেন অনেকে। রঙিন চুল সাজগোজে একটা অন্যরকম মাত্রা আনে বটে, চুলের রং যাতে দীর্ঘস্থায়ী হয় সেদিকেও তো খেয়াল রাখতে হবে। গরমে রঙিন চুলের যত্নআত্তি করবেন কী ভাবে?
১) গরমে সুইমিং পুলে সাঁতার কাটতে মন্দ লাগে না। কিন্তু চুলে রং করা থাকলে সুইমিং পুলে নামার আগে একটু ভাবা জরুরি। সুইমিং পুলের জলের ক্লোরিন মেশানো থাকে। ক্লোরিন চুলের জন্য একেবারেই ভাল না। চুল ক্ষতিগ্রস্ত হয়।
২) গরমে চুল বেশি ঘামে। তাই চুল ঝরার আশঙ্কাও বেশি। রং করার অংশগুলি ঝরে গেলে মুশকিল। তাই ঝুঁকি না নিয়ে এসপিএফ এবং ইউভি মাত্রা যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন। চুল ভাল থাকবে।
৩) চুলের যত্নের শেষ কথা শ্যাম্পু করা নয়। বরং পরের ধাপটি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক করে কন্ডিশনিং না করলে চুল রুক্ষ হয়ে যায়। রঙিন চুলের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। রং অক্ষয় রাখে এমন কন্ডিশনার ব্যবহার করুন।
৪) রঙিন চুলের জন্য হেয়ার মাস্ক পাওয়া যায়। অন্য সময় ব্যবহার না করলেও, গরমে কিন্তু চুলের যত্ন নেবে এই ধরনের মাস্ক।