কোন উপাদানে হবে ত্বকচর্চা? ছবি: সংগৃহীত।
শীত পড়তে না পড়তেই ত্বকের জেল্লা উবে গিয়েছে। ত্বক কেমন যেন নিষ্প্রাণ হয়ে গিয়েছে। এ দিকে অফিস থেকে ফিরেই বন্ধুর বিয়েতে যেতে হবে। হাতে সময় কম। তাই সালোঁয় গিয়ে ঘণ্টা দুয়েক সময় কাটানো যাবে না। মেকআপ করে মুখের খুঁত ঢাকতেই পারেন। কিন্তু সমস্যা হল, মুখের মৃতকোষ। মেকআপের পুরু স্তর দিয়েও যা সহজে ঢাকা যায় না। এমন সমস্যা থেকে রেহাই দিয়ে পারে সুজি দিয়ে তৈরি ফেসপ্যাক। মাঝেমধ্যেই সুজি দিয়ে হালুয়া, উপমা তৈরি করেন। সুতরাং খুঁজলেই হেঁশেলে পাওয়া যাবে। আর কী কী লাগবে এই প্যাক তৈরি করতে?
সুজির ফেসপ্যাক তৈরি করতে কী কী লাগবে?
উপকরণ:
সুজি: ২ টেবিল চামচ
মধু: ১ টেবিল চামচ
টক দই বা ইয়োগার্ট: ১ টেবিল চামচ
লেবুর রস: কয়েক ফোঁটা
শীত পড়তে না পড়তেই ত্বকের জেল্লা উবে গিয়েছে? ছবি: সংগৃহীত।
পদ্ধতি:
১) প্রথমে হালকা কোনও ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন।
২) তার পর চাইলে মুখে একটু গরম জলের বাষ্প নিতে পারেন। মুখের ছোট ছোট ছিদ্রগুলিতে জমে থাকা তেল, ধুলো-ময়লা সহজেই বেরিয়ে আসবে।
৩) এ বার সুজির প্যাক মুখে মেখে নিন। গলায়, হাতে বা ঘাড়েও মাখতে পারেন।
৪) এ বার ১৫ থেকে ২০ মিনিট চুপ করে শুয়ে বা বসে থাকুন। এই সময়ে কোনও কাজ না করতে পারলেই ভাল।
৫) সুজির প্যাক পুরোপুরি যাতে শুকিয়ে না যায়, সেই দিকে খেয়াল রাখুন।
৬) এ বার দুই হাতের তালু জলে ভিজিয়ে নিয়ে, হালকা ভাবে ঘষতে থাকুন।
৭) মিনিট দুই পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।
৮) নরম তোয়ালে বা সুতির কাপড় দিয়ে শুকনো করে মুখ মুছে নিন।
৯) তার পর ত্বকের ধরন অনুযায়ী, ভাল কোনও ময়শ্চারাইজ়ার মেখে নিন।