আইশ্যাডো দিয়ে কী ভাবে আইলাইনার বানাবেন? ছবি: সংগৃহীত।
মেকআপ করতে পছন্দ করলেও চোখের মেকআপ করা খুব একটা সহজ কাজ নয়। চোখের মেকআপে ত্রুটি থেকে গেলেই নষ্ট হয়ে যেতে পারে আপনার সম্পূর্ণ সাজ। চোখের ক্ষেত্রেও কেউ চড়া মেকআপ পছন্দ করেন কেউ আবার একেবারেই করেন না। চোখের সাজ সম্পূর্ণ করতে আইলাইনার ব্যবহার করেন অনেকেই। তবে পরতে গিয়ে যদি দেখেন আইলাইনারের শিশিটি খালি, তখন আর বিরক্তির শেষ থাকে না। উপায় জানলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আইলাইনার।
১) একটি শিশিতে কালো রঙের আইশ্যাডো অল্প করে ঢেলে নিন।
২) এ বার কয়েক ফোঁটা জল মিশিয়ে নিয় আইশ্যাডো পাউডারের সঙ্গে। খুব ভাল হয় যদি ড্রপার ব্যবহার করেন।
৩) এমন করে মেশান, যেন দানা দানা না থেকে যায়। এ বার আইলাইনারের তুলিটি সেই মিশ্রণে ডুবিয়ে নিন।
৪) মিশ্রণটি যেন খুব বেশ পাতলা না হয়ে যায়, সে বিষয়ে খেয়াল রাখা জরুরি।
৫) এ বার এই মিশ্রণটিতে প্রাইমার মেশান। প্রাইমার মেশানো হয়ে গেলে শিশির মুখ আটকে রাখুন। অন্তত ঘণ্টাখানেক পরে শিশির মুখ খুলতে পারেন। তার আগে নয়।
৬) মিশ্রণটি যদি ঘন হয়ে যায়, তা হলে বুঝবেন, আপনার আইলাইনার তৈরি। যদি একটু বেশি পাতলা হয়ে যায়, সে ক্ষেত্রে আরও কিছুটা আইশ্যাডোর গুঁড়ো মিশিয়ে নিন।