Face Pack for Skin Tightening

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের টানটান ভাব হারিয়ে যাচ্ছে? ঘরেই কী দিয়ে যত্ন নেবেন?

বয়স বাড়ার ছাপ মুখে ফুটে ওঠার আগেই যত্ন নেওয়া শুরু করতে হয়। কিন্তু মুখের টান টান ভাব বজায় রাখতে বয়স ধরে রাখার ক্রিমের উপর ভরসা করবেন নাকি ঘরোয়া উপায় বেছে নেবেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ০৯:৪১
Share:

বয়স যেন ধরা না পড়ে। ছবি- সংগৃহীত

কোনও সুন্দর জিনিসই চিরকাল সুন্দর থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে তার ক্ষয় হওয়া স্বাভাবিক। তবে এ কথা সত্যি যে, বয়সের লক্ষণ মুখে ফুটে উঠলেও চর্চার মাধ্যমে তার গতি কিছুটা শ্লথ করা সম্ভব। কিন্তু ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য বাজারে যে সব ক্রিম পাওয়া যায়, তা রাসায়নিক নির্ভর। সাময়িক উপকার মিললেও, ক্ষতির পরিমাণও কম নয়। তাই ঘরোয়া উপায় অবলম্বন করাই ভাল।

Advertisement

মুখের টানটান ভাব ধরে রাখতে কোন কোন ঘরোয়া প্যাক ব্যবহার করবেন?

১) কলার প্যাক

Advertisement

মুখে বয়সের ছাপ পড়ার আগে থেকেই তা প্রতিরোধ করতে শুরু করুন। একটি পাকা কলা চটকে মেখে নিন। তার মধ্যে মিশিয়ে নিন এক চামচ মধু এবং এক চামচ অলিভ অয়েল। এই মিশ্রণটি মিনিট পনেরো মুখে মেখে রেখে দিন। তার পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

২) ডিম

ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ দই এবং আধ চামচ চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন কিছু ক্ষণ। শুকিয়ে গেলে তুলে ফেলুন।

৩) ওটমিল

মিক্সিতে ওটস গুঁড়ো করে নিন। গুঁড়ো করা ওটসের মধ্যে এক চামচ বেসন, এক চা চামচ মধু গোলাপ জল দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১৫ মিনিট।

ডিমের সাদা অংশটি মুখের টান টান ভাব বজায় রাখেতে সাহায্য করে। ছবি- সংগৃহীত

৪) ক্যাস্টর অয়েল

এক চামচ ক্যাস্টর অয়েলের মধ্যে চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। ২০ মিনিট মুখে মেখে রাখুন। সপ্তাহে দু’দিন এই মিশ্রণ মুখে ব্যবহার করুন।

৫) মূলতানি মাটি

গরুর দুধ ফোটানোর আগে খানিকটা তুলে রাখুন। এর মধ্যে মিশিয়ে নিন মূলতানি মাটি। এ বার এই মিশ্রণটি মুখে মেখে রাখুন কিছু ক্ষণ। কিন্তু শুকোতে দেবেন না। হালকা গরম জলে ধুয়ে নেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement