Shehnaaz Gill

Shehnaaz Gill: খোলা চুল আর উন্মুক্ত বক্ষখাঁজ! শেহনাজের পোশাক নজর কাড়ল অনুরাগীদের

সাবেক সাজ হোক কিংবা পাশ্চাত্য পোশাক, সবই তাঁকে মানায়। বারবার প্রমাণ করেছেন শেহনাজ। এখন তিনি অনুরাগীদের ‘স্টাইল আইকন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ২০:১০
Share:

খোলামেলা সাজে উষ্ণ শেহনাজ।

সব সময়ে হাসিখুশি, চনমনে থাকতে ভালবাসেন শেহনাজ গিল। তাঁর আচরণ, স্বভাব মন কেড়েছে ভক্তদের। ‘বিগ বস্‌’-এর পর গোটা দেশে পরিচিতি পেয়েছিলেন পঞ্জাবের এই মডেল, অভিনেত্রী, গায়িকা।

Advertisement

‘বিগ বস্‌’-এর ঘরে নিজের মজাদার ভাবমূর্তি দিয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শকমহল। বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শেহনাজকে বেশ অনেক দিন কাজ থেকে বিরতি নেন। তবে জীবন তো বহমান। তাই শেহনাজও শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। আগের মতো ইনস্টাগ্রাম, ফেসবুকে আবার সক্রিয় হচ্ছেন। নিজের আনন্দ, নতুন কাজ ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।

অতি সম্প্রতি লাল বডিকন ব্যাকলেস পোশাকে নিজের ছবি নেটমাধ্যমে দিয়ে আলোড়ন তুলেছেন পঞ্জাবের ‘ক্যাটরিনা কইফ’ শেহনাজ গিল। শেহনাজকে নতুন রূপে দেখে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। ‘বিগ বস্‌’ শেষ হওয়ার পর প্রায় ১৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী। মেদহীন, তন্বী শেহনাজ লাল পোশাকে যেন উষ্ণতা ছড়াচ্ছেন। ছবিতে অভিনেত্রীর বক্ষভাঁজ স্পষ্ট। কানে লম্বা দুল, খোলা চুল ও নুড মেকআপেই নজর কেড়েছেন তিনি।

Advertisement

সাবেকি হোক কিংবা পাশ্চাত্য পোশাক, সবই তাঁকে দারুণ মানায়, এ কথা বারবার প্রমাণ করেছেন শেহনাজ। এখন তিনি অনুরাগীদের ‘স্টাইল আইকন’।

সলমন খান প্রযোজিত ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন শেহনাজ। ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement