Acne Reducing Tips

ব্রণ কমানোর সব রকম চেষ্টা করে ফেলেছেন, তবু কেন মুক্তি পাচ্ছেন না? গলদ কোথায়?

অনেক সময় ব্রণের মেয়াদ হয় দীর্ঘ দিন। কিন্তু ঠিক কী কারণে হাজার চেষ্টা করেও ব্রণ যেতে চায় না?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ১৯:০১
Share:

ব্রণ কমতে চায় না কেন? ছবি: সংগৃহীত।

ব্রণ যে কোনও বয়সে সঙ্গী হতে পারে। বয়ঃসন্ধি থেকে ত্বকের সমস্যা— ব্রণের নেপথ্যেও থাকে একাধিক কারণ। তবে কারণ যা-ই হোক, এক বার ব্রণ দেখা দিলে সহজে তা যেতে চায় না। ব্রণ তাড়ানোর জন্য চেষ্টার কসুর করেন না কেউই। উঠেপড়ে লাগেন। নামীদামি সংস্থার প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা— সব কিছুই এক বার করে ব্যবহার করেন। তবু ব্রণ যেতে চায় না। অনেক সময় ব্রণের মেয়াদ হয় দীর্ঘ দিন। কিন্তু ঠিক কী কারণে হাজার চেষ্টা করেও ব্রণ যেতে চায় না?

Advertisement

১) অনেকেই ব্রণ খুঁটে ফেলেন। বার বার ব্রণ স্পর্শ করলে বা ব্রণ সারা ক্ষণ পরখ করে দেখলে ব্রণের জীবাণু ত্বকের অন্যত্র ছড়িয়ে পড়ে। এর ফলে ব্রণ তো কমেই না, উল্টে বেড়ে যায়।

২) বার বার রূপটানের সামগ্রী বদল করলেও অনেক সময় খারাপ প্রভাব পড়তে পারে ত্বকে। বিশেষ করে হরেক রকমের প্রসাধনী একই সঙ্গে ব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি। এতে ত্বকেরও ক্ষতি হয়, ব্রণও বেড়ে যায়।

Advertisement

৩) ত্বকের যত্নে অনেকেই বিভিন্ন ময়শ্চারাইজ়ার, ক্লিনজ়ার কিংবা এক্সফলিয়েটর ব্যবহার করেন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও ময়লা দূর করতে এগুলি বেশ কার্যকরী। কিন্তু যে কোনও প্রসাধনীই ব্যবহার করতে হবে যথাযথ পরিমাণে, তার বেশি হয়ে গেলে এই উপাদানগুলিই বাড়িয়ে দিতে পারে ব্রণ।

৪) দৈনন্দিন জীবনচর্চাও অনেক সময় ব্রণ না কমার কারণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার, অলস জীবনযাপন, হরমোনের ভারসাম্য বিগড়ে যাওয়া, অনিদ্রা প্রভৃতি নানা কারণেও দেখা দিতে পারে ব্রণের সমস্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement