Priyanka Chopra

Priyanka Chopra: রোদ ঝলমলে লস অ্যাঞ্জেলসে ‘দেসি গার্ল’ সেজে উঠলেন প্রিয়ঙ্কা চোপড়া

ভক্তদের মনে দোলা দিতে মাঝেমধ্যেই নেটমাধ্যমে বাহারি সাজে ধরা দেন প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৪:০২
Share:

প্রিয়ঙ্কা চোপড়ার গ্রীষ্ম-সাজ ছবি: সংগৃহীত

বলিউড হোক কিংবা হলিউড, ভক্তের অভাব নেই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। আর ভক্তদের মনে দোলা দিতে মাঝেমধ্যেই নেটমাধ্যমে বাহারি সাজে ধরা দেন তিনি। আমেরিকায় সংসার পাতলেও নিজের স্বদেশি অবতার যে প্রিয়ঙ্কা ভুলে জাননি, তা ফের দেখা গেল তাঁর সদ্যপ্রকাশিত ছবিতে।

Advertisement

ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কা ধরা দিলেন উজ্জ্বল হলদে-সবুজ সালোয়ার কামিজে। লস অ্যাঞ্জেলসের বাড়িতে রোদ মাখা সকালের মোট চারটি ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নিক-জায়া। পুলের সামনে দাঁড়িয়ে তোলা ছবিগুলিতে প্রিয়ঙ্কাকে দেখা যাচ্ছে প্রাণখোলা হাসিতে। হলদে-সবুজ কুর্তা ও সাদা সালোয়ারে রূপোলি নকশা করা রয়েছে ময়ূরের ছবি। পোশাকের সঙ্গে প্রিয়ঙ্কার গয়নাতেও ছিল ভারতীয় ছাপ। হাতে ছিল মানানসই রুপোলি চুড়ি ও কানে রুপোলি কানের দুল। চোখে বাহারি রোদচশমা।

প্রিয়ঙ্কার এই সাজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর ছবিগুলি ইতিমধ্যেই পছন্দ করেছেন ন’লক্ষ নব্বই হাজারেরও বেশি মানুষ। দেখে নিন পর্দার ‘দেসি গার্ল’-এর সেই ভাইরাল ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement