Beauty

Wrinkles: তিরিশের আগেই মুখে বলিরেখা? কোন অভ্যাস ছাড়তে হবে জানেন কি

তিরিশে পা দেওয়ার আগেই ঠোঁটের পাশে দাগ। কপাঁলের চামড়ায় ভাঁজ। তার মানে কি সময়ের আগেই বৃদ্ধ হচ্ছে ত্বক?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৯:৪৫
Share:

প্রতীকী ছবি।

মুখে বলিরেখা দেখা দিচ্ছে কম বয়সেই। কিন্তু বুঝতে পারছেন না এর কারণ। এমন হয় অনেকেরই। তিরিশে পা দেওয়ার আগেই ঠোঁটের পাশে দাগ পড়ে। কপাঁলের চামড়ায় ভাঁজ পড়ে যায়। তার মানে কি সময়ের আগেই বৃদ্ধ হচ্ছে ত্বক?

Advertisement

চামড়া কুঁচকে যাওয়ার পিছনে একেবারে অন্য কোনও কারণও থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় হল যত্নের অভাব।

প্রতীকী ছবি।

ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিতে কোনও ভুল হচ্ছে কি? আগে সে দিকটা ভেবে দেখুন। কী কী ভুলের কারণে কম বয়সে বলিরেখা দেখা দিতে পারে মুখে?

Advertisement

১) মেক-আপ করা এবং তোলার পদ্ধতিতে অনেক ক্ষেত্রেই গোলমাল হয়। তার জেরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। চোখ প্রায় কপাল পর্যন্ত তুলে কাজল পরা, আইলাইনার লাগানোর অভ্যাস থাকে কারও কারও। এর কারণে কপালের চামড়া তাড়াতাড়ি কুঁচকে যেতে পারে। মেক-আপ তোলার সময়েও অনেকে এমন কাজ করে থাকেন।

৩) বেশি আলোয় তাকাতে হলে চোখ পিটপিট করেন? চোখ বন্ধও করে ফেলতে হয় অনেক সময়ে? এও আর এক কারণ। এমন অনেক মানুষেরই হয়। চোখ বেশি আলো সহ্য করতে পারে না। কিন্তু এমনটা যদি সব সময়ে হয়, তবে মুখের ত্বকে ভাঁজ পড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। ফলে এ ধরনের সমস্যা থাকলে অবশ্যই রোদচশমা ব্যবহার করতে হবে। তাতে ভুল হলে চলবে না।

৩) কথা বলার সময়ে নানা রকম মুখভঙ্গি করেন? চোখ-নাক কুঁচকে যায় কথায় কথায়? এ সবের জেরেও ভাঁজ পড়ে চামড়ায়। বিশেষ করে কপালে এবং ঠোঁটের চারপাশে দাগ পড়ে যেতে পারে খুব কম বয়সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement