White Saree as Partywear

সাদা শাড়ি, নামমাত্র সাজগোজ করেও পার্টিতে যাওয়া যায়! বলিউড নায়িকাদের দেখে শিখতে পারেন

একটি রাতের অনুষ্ঠানে খুশি হাজির হয়েছিলেন একটি সাদা রঙের মাঝারি ঝুলের স্লিভলেস পোশাক পরে। সাদা মানে সাদাই তাতে কোনও অন্য রঙের সুতোর নকশা বা কারুকাজ নেই। শুধু সাদার উপর হালকা চকচকে সাদা চুমকি বসানো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮
Share:

ছবি : সংগৃহীত।

পার্টি মানেই কি জমকালো সাজগোজ! একটা সাদা শাড়ি বা সাদা পোশাক আর নামমাত্র গয়না পরেও কি ভিড়ের মধ্যে নজর কাড়া যায়? শ্রীদেবীর কনিষ্ঠা কন্যা খুশি কপূর সম্প্রতি একটি রাতের অনুষ্ঠানে খুশি হাজির হয়েছিলেন একটি সাদা পোশাক পরে। সাদা শাড়ি পরেও এর আগে বহু বলিউড অভিনেত্রী বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। হালকা সেজেও যে সবার নজর নিজের দিকে টেনে নেওয়া যায় তা বলিউড নায়িকাদের থেকে শিখে নিতে পারেন।

Advertisement

খুশির যে সাজটি ফ্যাশন দুনিয়ায় প্রশংসিত হয়েছে, সেটি একটি সাদা রঙের স্লিভলেস ড্রেস। সাদা মানে পুরোপুরি সাদাই। তাতে অন্য রঙের সুতোর নকশা বা কারুকাজ নেই। সাদার উপর হালকা চকচকে সাদা চুমকি বসানো সেই পোশাকটির সঙ্গে হাতে বা গলায় কোনও গয়না পরেননি খুশি। শুধু কানে ছোট্ট দু’টি দুল। পায়ে সাদা হিল জুতো। চুলের সাজেও বিশেষ কায়দা নেই। হাত খোপার মতো গুটিয়ে নেওয়া। চোখে কাজল, গালে ব্লাশ, ঠোঁটে গ্লসি লিপস্টিক। ব্যস খুশির সাজ শেষ।

খুশি কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

ইদানীং ফ্যাশন দুনিয়ায় নতুন করে ‘ম্যাক্সিমালিজ়ম’ অর্থাৎ বাহুল্যবাদ ফিরছে। তরুণ তেহলানি, আবু জানি-সন্দীপ খোসলার মতো ভারতীয় পোশাক শিল্পীরা ভারতীয় ফ্যাশনে নতুন করে ফিরিয়েও আনছেন জমকালো সুতোর কাজ, জরির নকশা, পুঁতির বাহারকে। কিন্তু তার পরেও ফ্যাশনে ‘মিনিমালিজ়ম’-এর আভিজাত্য কোনও দিন কমেনি। বিদেশের নামজাদা বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডগুলির সম্ভার দেখলেই তা বোঝা যায়। তাঁদের নকশা করা সেরা পোশাক গুলির অধিকাংশই মিনিমালিজ়ম অর্থাৎ বাহুল্য বর্জনের ভাবনাকে গুরুত্ব দিয়ে তৈরি।

Advertisement

ছবি: সংগৃহীত।

পোশাক শিল্পীরা বলছেন, পার্টি বা রাতের জমকালো অনুষ্ঠানে নিজের সাজগোজকে বাহুল্য দিয়ে চেনাবেন না কি বাহুল্য বর্জন করে, সেটা সম্পূর্ণ ব্যক্তিবিশেষের ব্যাপার। তবে বাহুল্য বর্জন করে কী ভাবে চোখে পড়া যায় তার দৃষ্টান্ত বহুবার তুলে ধরেছেন বলিউডের নায়িকারা। আসলে সাজগোজ বেশি বা কম সেটা বিষয় নয়। বিষয় হল, কী ভাবে সাজছেন। ঠিক ঠিক সাজলে একটা সাদা শাড়ি পরেও চোখে পড়া সম্ভব।

ছবি: সংগৃহীত।

বলিউডের বহু অভিনেত্রীই সাদা পোশাকে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন। কঙ্গনা রনৌত প্রায়ই সাদা স্লিভলেস ব্লাউজ়ের সঙ্গে সাদা তাঁত বা সুতি বা লিনেনের শাড়ি পরে নানা অনুষ্ঠানে হাজির হন। সোনম কপূর এক বার একটি কালো নরুন পাড় সাদা জর্জেটের শাড়ির সঙ্গে পরেছিলেন একই রকম পাড় বসানো সাদা কনুই হাতা ব্লাউজ়। গয়না ছাড়া সামান্য মেক আপ আর উঁচু করে বাঁধা চুলে সোনমের সেই সাজও প্রশংসা পেয়েছিলে ফ্যাশন বোদ্ধাদের। আবার গাঙ্গুবাই ছবির প্রচারে মোহময়ী হয়ে উঠেছিলেন আলিয়া ভট্টও। দুধ সাদা শাড়ি আর সাদা ব্লাউজ়ের সঙ্গে মাথায় দু’টি লাল গোলাপ আর কপালে ছোট্ট কালো টিপ পরেছিলেন তিনি।

ছবি: সংগৃহীত।

বহু বছর আগে এক সাক্ষাৎকারে পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় বলেছিলেন, তিনি বিয়ে বাড়িতে মেয়েদের হালকা তাঁত বা সুতির সাদা শাড়ি পরে যাওয়ায় বিশ্বাসী। ফ্যাশন স্টাইলিস্টরাও বলছেন, সাদা শাড়ি বা সাদা পোশাক সব সময়েই আলাদা করে নজরে পড়ে। কারণ সাদা সব সময়েই উজ্জ্বল। পার্টিতেও সাদা সুতির শাড়ি পরা যেতে পারে। সঙ্গে ভারী গয়না না পরতে চাইলে নজর দিন মেকআপে এবং অবশ্যই শাড়ি পরলে ব্লাউজ়ের ফিটিংয়েও।

বিয়েবাড়ির মরসুম ফিরেছে। কোনও একটি নিমন্ত্রণে আপনিও সাদা শাড়ি পরে নজর কাড়তে পারেন। তবে মনে রাখতে হবে সাদা শাড়ি পরছেন বলেই চড়া মেক আপ করবেন না। রূপটান শিল্পীরা বলছেন, মেক আপ করার সময় চড়া মেক আপ না করে নিজের বৈশিষ্ট্যগুলি ফুটিয়ে তুলুন। হাতে একটি সুন্দর ঘড়ি, কানে এক জোড়া মাননসই দুল পরলেও ভাল লাগবে।

তবে এ সব কিছুর থেকে যেটা জরুরি, তা হল নিজেকে কী ভাবে প্রকাশ করছেন। আপনার সাজ নজর কাড়বে আপনার নিজস্ব স্টাইলের জোরেই।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement