No Makeup Look

কিয়ারা-আলিয়ার পর পরিণীতি, বধূবেশে নায়িকারা নো মেকআপের পথেই হাঁটছেন, আপনি কী ভাবে সাজবেন?

অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কইফ, আলিয়া ভট্ট, কিয়ারা আডবাণী— সকল তারকাই নিজের বিয়েতে নামমাত্র রূপটানেই নজর কেড়েছেন ভক্তমহলের। ‘নো মেকআপ লুক’-এই বেশি আগ্রহ দেখাচ্ছে নবীনরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৪
Share:

বধূবেশে কিয়ারা-পরিণীতী-আলিয়া। ছবি: ইনস্টাগ্রাম।

একটা সময় ছিল যখন বিয়ের সাজ মানেই জমকালো হতেই হবে। ঐশ্বর্যা থেকে শিল্পা শেট্টি, সকলের বিয়ের সাজেই ছিল চড়া মেকআপ, চকককে পোশাক, প্রচুর গয়নাগাঁটির দাপট। তবে ইদানীং ঠিক উল্টো পথে হাঁটছেন বলি অভিনেত্রীরা। সদ্য বিয়ে করলেন পরিণীতি চোপড়া। তাঁর পোশাকে কারুকাজ থাকলেও মেকআপ একেবারেই ছিমছাম ও সাধারণ। বিয়ের মেকআপে ছিল না আলাদা কোনও চমক। সাজগোজ বিষয় পুরোটাই নির্ভর করে আপনি কেমন করে তাকে বহন করছেন তার উপর। অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কইফ, আলিয়া ভট্ট, কিয়ারা আডবাণী— সকল তারকাই নিজের বিয়েতে নামমাত্র রূপটানেই নজর কেড়েছেন ভক্তমহলের। তাঁদের ‘নো মেকআপ লুক’ দেখে আপ্লুত নেটাগরিকরা। তবে কি এখন ‘নো মেকআপ লুক’ এই বেশি আগ্রহ দেখাচ্ছে নবীনরা?

Advertisement

বিয়েবাড়ি হোক বা অফিস পার্টি— নো মেকআপ লুকে বাজিমাত করতে পারেন আপনিও। অনেকের ধারণা, খুব সাজগোজ ছাড়া বুঝি ভিড়ের মধ্যে নজরে আসা যায় না! আধুনিক সাজগোজের ট্রেন্ড কিন্তু ঠিক এর উল্টো কথাই বলছে। এমন ভাবে রূপটান করতে হবে যেন, দেখে মনেই না হয় আপনি মেকআপ করেছেন। বি-টাউনের অনেক অভিনেত্রী তাই ইদানীং এই নো মেক আপ লুকে প্রকাশ্যে আসছেন। বিয়ের দিনের সাজেও তাঁরা বেছে নিচ্ছেন ন্যাচরাল মেকআপ লুক। শুধু তারকারাই নন, কলকাতা ও শহরতলির মেয়েরাও কিন্তু বিয়ের দিন খুব চড়া বা নাটুকে মেকআপ ছেড়ে ছিমছাম মেকআপের দিকেই ইদানীং বেশি ঝুঁকছে।

না গাঢ় লিপস্টিক, না চড়া আইমেক আপ, না অতিরিক্ত ব্লাশের প্রয়োগ— আপনিও চাইলে নো মেকআপ লুক তৈরি করতে পারেন। শুধু জানতে হবে সঠিক কায়দা। বিয়েবাড়ি হোক কিংবা দুর্গাপুজো, কী ভাবে অল্প সাজেই বাজিমাত করতে পারেন, রইল হদিস।

Advertisement

১) প্রথমে ত্বক পরিষ্কার করে নিয়ে খুব ভাল করে ময়শ্চারাইজার মাখুন। তার পর সারা মুখে সেটিং স্প্রে ব্যবহার করুন। প্রাইমার লাগাতে ভুলবেন না যেন। মেকআপ বেশি ক্ষণ স্থায়ী করতে এই পদ্ধতিটি ভীষণ গুরুত্বপূর্ণ।

২) এর পর চোখের তলায় এবং দাগছোপ আছে এমন জায়গায় খুব অল্প মাত্রায় কনসিলার ব্যবহার করে স্পঞ্জ দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। ত্বকের রঙের সঙ্গে মানানসই রঙের ফাউন্ডেশন লাগিয়ে নিন। তবে মনে রাখবেন, খুব বেশি পরিমাণে ফাউন্ডেশন মোটেই ব্যবহার করবেন না। এমন ভাবে ব্লেন্ড করুন যাতে ফাউন্ডেশন পুরোটাই বসে যায় ত্বকে। এমন ফাউন্ডেশন বাছতে হবে, যাতে তা নিখুঁত ফিনিশ দেয় ত্বকে।

৩) এ বার ব্রোঞ্জার দিয়ে কনটোরিং করে নিন। একটি ব্রাশের সাহায্যে চিবুক, কপাল ও গালে হাইলাইটার লাগাতে পারেন, তবে খুব বেশি নয়। ত্বকে ওপেন পোর্সের সমস্যা থাকলে হাইলাইটার ব্যবহার না করাই ভাল। খুব হালকা করে পিচ কিংবা গোলাপি রঙের ব্লাশ ব্যবহার করুন।

৪) চোখের উপরের ও নীচের পাতায় বেজ কিংবা হালকা ব্রাউন শেডের আইশ্যাডো লাগান। লাইনার লাগানোর প্রয়োজন নেই। ইচ্ছে করলে কাজল পরতে পারেন। অবশ্যই মাস্কারা ব্যবহার করুন। চোখের ভুরু-কে ভরাট দেখাতে হালকা করে আইব্রো পেন্সিল বুলিয়ে নিন। তবে খুব গাঢ় করে ভুরু আঁকলে কিন্তু চলবে না।

৫) শেষে ন্যুড শেডের লিপস্টিক ও গ্লস লাগিয়ে নিলেই আপনার নো মেক আপ লুক তৈরি! তবে এ ক্ষেত্রে ম্যাট নয় হালকা গ্লসি লিপ শেড ব্যবহার করুন। মেকআপের পর আবার সেটিং স্প্রে লাগিয়ে নিতে ভুলবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement