Lipstic

কেমন ভাবে রাঙালে ওষ্ঠ হবে নজরকাড়া, কৌশল জানালেন শাহরুখের নায়িকা নয়নতারা

কেমন ভাবে রাঙালে ওষ্ঠ হবে নজরকাড়া, কৌশল জানালেন শাহরুখের নায়িকা নয়নতারা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৯:০৯
Share:

কী ভাবে লিপস্টিক ব্যবহার করেন নয়নতারা? ছবি: ফ্রিপিক।

কেমন ভাবে সাজেন নায়িকারা, কী ভাবেই বা রূপচর্চা করেন তাঁরা, তা নিয়ে ভক্তকুলের কৌতূহলের অন্ত নেই। তারকাদের প্রত্যেকেরই সাজগোজের নিজস্ব কৌশল থাকে। কেউ হালকা সাজ পছন্দ করেন, কারও আবার পোশাকে থাকে বাহার। মাঝেমধ্যেই নায়িকারা তাঁদের গোপন রূপরহস্য অনুরাগীদের জন্য ফাঁস করেন।

Advertisement

এ বার লিপস্টিক ব্যবহারের কৌশলের কথা জানালেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তামিল ছবিতে দীর্ঘ দিন ধরে কাজ করলেও তাঁর বলিউড অভিষেক হয়েছে মাত্র বছরখানেক আগে শাহরুখের হাত ধরে। ‘জওয়ান’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। টানা চোখ, ধারালো মুখের আদল এবং শরীরী বিভঙ্গে মন ভিজেছিল সকলের।

সেই নয়নতারাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর লিপস্টিক ব্যবহারের পন্থা। সাধারণত, লিপস্টিক ঠোঁটে ঘষে লাগানোরই চল। তবে নায়িকা বলছেন, ‘‘আমি লিপস্টিক থুপে থুপে দিই। এতে ঠোঁট দেখতে সু্ন্দর লাগে। রংও ভাল ভাবে মেশে।’’

Advertisement

নায়িকার এই কৌশলে সত্যি কি লাভ হয় কোনও? পেশাদার রূপটান শিল্পী সুনিয়া সোনি বলছেন, থুপে থুপে লিপস্টিক ব্যবহারে ঠোঁট অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তাঁর কথায়, এ ভাবে ওষ্ঠরঞ্জনীর ব্যবহারে রং শুরুতেই গাঢ় হয়ে যায় না, বরং তা ধীরে ধীরে গোটা ঠোঁটে মিশে যায়। লোকজন ঘষে লিপস্টিক ব্যবহার করেন ঠিকই, কিন্তু এই ভাবে লিপস্টিক ব্যবহারে ঠোঁট হয়ে ওঠে একেবারে অন্য রকম।

তবে এমন ভাবে ওষ্ঠ রাঙালে সামগ্রিক মেকআপও হতে হবে তার উপযোগী। সুনিয়া বলছেন, এর সঙ্গে চোখের মেকআপ একটু বেশি উজ্জ্বল, মানানসই হওয়া প্রয়োজন।

লিপস্টিকে নাটকীয় ছোঁয়া আনতে, ঠোঁটকে প্রস্তুত করা প্রয়োজন। ফাটা ঠোঁটে যতই রঞ্জনী ব্যবহার হোক, তা দেখতে কখনওই ভাল লাগবে না বা সমস্ত খুঁতও ঢেকে ফেলা যাবে না। নিয়মিত ঠোঁটের পরিচর্যা এ জন্য জরুরি। ঠোঁট মেরামতে পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম ব্যবহার করা দরকার।

তবে লিপস্টিক ব্যবহারের কিছু কৌশল বাতলেছেন নয়নতারা। প্রথমেই ঠোঁটে ফাউন্ডেশন লাগাতে হবে। এতে ঠোঁটের খুঁত, কালো ছোপ থাকলে তা ঢেকে যাবে। তার পর সামান্য পাউডার ব্যবহার করতে পারেন। এর উপরে লিপস্টিক দিতে হবে থুপে থুপে। সব শেষে তা ঠোঁটে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। তবে রূপটান শিল্পী বলছেন, লিপস্টিক লাগানোর পর লিপ লাইনার ব্যবহার করলে, ঠোঁট আরও নিখুঁত দেখাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement