Malaika Arora’s Hair Care Tips

চুলের যত্নে বিশেষ তেল এবং মাস্ক ব্যবহার করেন মালাইকা, বাড়িতে সেগুলি তৈরি করবেন কী ভাবে?

সদ্য পঞ্চাশের চৌকাঠ পেরিয়েছেন অভিনেত্রী মালাইকা অরোরা। চুলের যত্নে তিনি পুরোপুরি ঘরোয়া টোটকার উপর নির্ভর করেন। বাড়িতে তৈরি বিশেষ তেল এবং মাস্কের গুণেই এমন সুন্দর থাকে তাঁর চুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৪
Share:

অভিনেত্রী মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত।

বয়স চল্লিশ পেরোনোর পর থেকে একটু একটু করে রজোনিবৃত্তি পর্বে পা রাখেন মহিলারা। প্রজননে সহায়ক হরমোন উৎপাদনে মাত্রা কমতে শুরু করে। ফলে শারীরিক এবং মানসিক নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। ত্বকের জেল্লা কমে আসে। প্রচুর পরিমাণে চুলও উঠতে শুরু করে। আবার ‘হেয়ার থিনিং’, অর্থাৎ চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যাতেও ভোগেন অনেকে।

Advertisement

সদ্য পঞ্চাশের চৌকাঠ পেরিয়েছেন অভিনেত্রী মালাইকা অরোরা। তবে তাঁকে দেখলে তো সে সব বোঝার উপায় নেই। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করেন। স্বাস্থ্যকর খাবার, পানীয়ে চুমুকও দেন। কিন্তু চুলের যত্নে তিনি পুরোপুরি ঘরোয়া টোটকার উপর নির্ভর করেন। তেল থেকে মাস্ক, সবই বাড়িতে তৈরি করে নেন তিনি।

কী কী লাগে সেই তেল বানাতে?

Advertisement

· একটি পাত্রে সমপরিমাণে নারকেল তেল, অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল নিন।

· এর মধ্যে এক মুঠো মেথি এবং কারিপাতা দিয়ে দিন।

· ভুলেও আগুনের আঁচে এই মিশ্রণ ফোটাতে যাবেন না। শিশির মুখ বন্ধ করে রেখে দিন বেশ কয়েকটি দিন।

· কিন্তু মাখার আগে অবশ্যই এটি গরম করে নিতে হবে। স্নানের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখতে পারেন। তার পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

ফাঁকা মাথায় নতুন চুল গজানোর জন্য বাড়িতেই বিশেষ এক ধরনের মাস্ক তৈরি করেন মালাইকা।

কী কী লাগে সেই মাস্ক তৈরি করতে?

· প্রথমে একটি পেঁয়াজ গ্রেট করে তা থেকে রস বার করে নিন।

· এ বার তুলোয় করে সেই রস নিয়ে পুরো মাথার ত্বকে মেখে ফেলুন।

· আধ ঘণ্টা রেখে দিন। তার পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। মাথা থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে হলে জলে সামান্য ভিনিগার মিশিয়ে চুল ধুয়েও ফেলতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement