রূপচর্চা শিল্পীরা বলছেন, প্রতি মাসে যন্ত্রণাদায়ক পদ্ধতিতে রোম না তুলে ফিটকিরি দিয়েই সহজে কাজটি করা সম্ভব। ছবি: সংগৃহীত।
মুখের অবাঞ্ছিত রোম তুলতে ওয়্যাক্সই ভরসা। নিয়মিত ওয়্যাক্সিং করালে চামড়া ঝুলে যেতে পারে জেনেও এই পন্থার উপরে ভরসা করেন অনেকে। আবার, অনেকে ফেশিয়াল রেজ়ার ব্যবহার করেন। রোম চেঁছে নেওয়ার পরে অনেকের মুখে র্যাশ বেরোয়। কিন্তু উপায় নেই। ঠোঁটের উপর রোমের রেখা নিয়ে লোকসমাজে বেরোতে অস্বস্তি হয়। তবে ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু রোম তোলা যায়। রূপচর্চা শিল্পীরা বলছেন, প্রতি মাসে যন্ত্রণাদায়ক পদ্ধতিতে রোম না তুলে ফিটকিরি দিয়েই সহজে কাজটি করা সম্ভব।
কী কী ভাবে ব্যবহার করবেন ফিটকিরি?
১) ছোট একটি পাত্রে ফিটকিরি এবং গোলাপ জল সম পরিমাণে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণ যেন খুব পাতলা বা খুব ঘন না হয়ে যায়। এ বার মুখের যে অংশ থেকে রোম তুলতে চাইছেন, সেখানে এই মিশ্রণ মেখে রাখুন। মিনিট পনেরো অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হাত দিয়ে অথবা ভিজে তোয়ালে দিয়ে ঘষে তুলে ফেলুন। দেখবেন রোম উঠে এসেছে। তার পর অবশ্যই মুখে ময়েশ্চারাইজ়ার মেখে নেবেন।
২) ছোট একটি পাত্রে এক টেবিল চামচ ফিটকিরি গুঁড়ো এবং আধ চা চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে নিন। জল দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। এ বার মুখের যে অংশ থেকে রোম তুলতে চান, সেখানে মেখে রাখুন মিনিট কুড়ি। শুকিয়ে গেলে হাত দিয়ে অথবা ভিজে তোয়ালে দিয়ে ঘষে তুলে ফেলুন। দেখবেন রোম উঠে এসেছে। তার পর অবশ্যই মুখে অ্যালো ভেরা জেল মেখে নেবেন।
৩) শুষ্ক, স্পর্শকাতর ত্বক হলে ফিটকিরি গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে নিতে পারেন। মিনিট কুড়ি মুখে মেখে রাখুন। শুকিয়ে গেলে হাতে দিয়ে ঘষে তুলে ফেলুন। ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। তার পর ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজ়ার মেখে ফেলুন।