Skin Care Tips

Durga Puja 2022: উৎসবের আগে ত্বকের যত্নে মন দিয়েছেন? বাড়িতেই বানান কোরিয়ান স্ক্রাব

দুর্গাপুজো আসতে আর মাস খানেক বাকি। উৎসবের মরসুমে সকলের নজর কাড়তে এখন থেকেই শুরু করুন রূপচর্চা! বাড়িতেই বানান কোরিয়ান ফেস স্ক্রাব!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ২১:২৩
Share:

ত্বকের জেল্লা ফেরাতে ভরসা রাখুন কোরিয়ান দাওয়াইয়ে।

বিশ্ব জুড়ে অনেকেই এখন মজেছেন কোরিয়ার মেয়েদের রূপ-রহস্যে। সে দেশের তৈরি প্রসাধনী এখন ছেয়ে গিয়েছে বাজারে। হলিউ়ডের তারকা থেকে বলিউডের অভিনেত্রী, সকলের ড্রেসিং টেবিলে কোনও না কোনও কোরিয়ার প্রসাধনী পাবেন।

Advertisement

এই প্রসাধনীগুলির নেহাত কম দাম নয়। দারুণ কার্যকর হলেও তাই অনেক সময়ে কিনে ওঠা যায় না। তবে হেঁশেলের কিছু উপকরণ দিয়ে বাড়িতেও তৈরি করতে পারবেন দারুণ ফেস স্ক্রাব।

দুর্গাপুজো আসতে আর মাস খানেক বাকি। তাই এই ক’দিন সকলের নজর কাড়তে এখন থেকেই শুরু করতে হবে রূপচর্চা! বাড়িতেই বানিয়ে ফেলুন কোরিয়ান ফেস স্ক্রাব। মুখের জেল্লা ফেরাতে এই স্ক্রাব অনবদ্য। ভাবছেন, কী করে বানাবেন?

Advertisement

উপকরণ:

১ চা চামচ ব্রাউন সুগার

১ চা চামচ পছন্দের এসেনশিয়াল অয়েল

১ চা চামচ কফি পাউডার

১/২ চা চামচ পিঙ্ক সল্ট

১ চা চামচ চালের গুঁড়ো

কী করে বানাবেন?

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি কাচের শিশিতে রেখে দিন। স্নানের সময়ে নিয়মিত এটি ব্যবহার করুন। কয়েক দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement