Kiara Advani

চড়া মেকআপ না করেও বিয়ের দিন নজর কাড়া সম্ভব, কী ভাবে? শিখিয়ে দিলেন কিয়ারা

শীতকাল হল বিয়ের মরসুম। কম মেকআপ করেও কী ভাবে ত্বকের যত্ন নিলে বিয়ের সন্ধ্যায় বিয়ের কনে রূপকথার নায়িকা হয়ে উঠতে পারেন, তারই হদিস দিলেন কিয়ারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩
Share:

ছবি: সংগৃহীত।

পরনে দুধেআলতা লেহঙ্গা। গলা জোড়া পান্নার নেকলেস। দু’হাতে গোলাপি চূ়ড়া। বিয়ের দিন এমন স্নিগ্ধ সাজেই বরমালা হাতে নিয়ে সিদ্ধার্থ মলহোত্রর সামনে এসে দাঁড়িয়েছিলেন বলিউ়ডের মিষ্টি নায়িকা কিয়ারা আডবাণী। কিয়ারার বিয়ের সাজ এখনও দু’চোখে লেগে রয়েছে তাঁর অনুরাগীদের। জমকালো পোশাক আর বহুমূল্যেরর সম্ভারে সাজলেও, বিয়ের দিন খুবই ন্যূনতম মেকআপ করেছিলেন কিয়ারা। বিয়ের কনেকে যেটুকু না করলেই নয়। বিনা মেকআপেই কিয়ারার দিক চোখ ফেরানো যাচ্ছিল না। কিয়ারা এমনিতেও মেকআপ করতে বিশেষ ভালবাসেন না। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের মুখেই সেটা জানিয়েছেন নায়িকা। বরং ত্বকের নিজস্ব জেল্লা ধরে রাখায় বেশি বিশ্বাসী। নিজের বিয়ের দিনও সেই বিশ্বাসেই অটুট ছিলেন তিনি। শীতকাল হল বিয়ের মরসুম। কম মেকআপ করেও কী ভাবে ত্বকের যত্ন নিলে বিয়ের সন্ধ্যায় বিয়ের কনে রূপকথার নায়িকা হয়ে উঠতে পারেন, তারই হদিস দিলেন কিয়ারা।

Advertisement

ক্লিনজ়িং

ত্বকের যত্নের ক্ষেত্রে ক্লিনজ়িং খুব গুরুত্বপূর্ণ ধাপ। হবু কনেরা তো বটেই, প্রত্যেকেরই এটা করা জরুরি। বাইরে থেকে ফিরেই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ধুলোবালি, ময়লা দূর হয়ে যাবে।

Advertisement

সানস্ক্রিন

রোদ থাকুক কিংবা না থাকুক, সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক। অনেকেই যেটা করেন না। যার ফলে ত্বক রোদে পুড়ে যায়। মেকআপ করেও সেই দাগছোপ ঢাকা যায় না। সেক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করাই সবচেয়ে শ্রেয়। ত্বক এমনিতেই ঝলমলে দেখাবে।

ময়েশ্চারাইজ়ার

হবু কনের দৈনন্দিন রূপরুটিনে ময়েশ্চারাইজ়ার থাকা অত্যন্ত জরুরি। ত্বকের টান টান এবং কোমল ভাব বজায় রাখতে, ময়েশ্চারাইজ়ারের জুড়ি মেলা ভার। ময়েশ্চারাইজ়ার ত্বকের কোমলতা ধরে রাখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement