রাস্তার জমা জল পেরিয়ে কনের হেঁটে আসার সেই দৃশ্য ইতিমধ্যেই ঝড় তুলেছে ইনস্টাগ্রামে। ছবি- সংগৃহীত
এখন অনেকেই বিয়ের আগে ‘ব্রাইডাল ফোটোশ্যুট’ করেন। সেই ফোটো তুলতে দর্শনীয় কোনও জায়গায় যাওয়াই দস্তুর। সম্প্রতি কেরলের এক তরুণী ভেঙে দিলেন সেই রীতি। বিয়ের আগের ছবি তুললেন খানাখন্দে বোঝাই রাস্তায়। রাস্তার জমা জল পেরিয়ে কনের হেঁটে আসার সেই দৃশ্য ইতিমধ্যেই ঝড় তুলেছে ইনস্টাগ্রামে।
‘অ্যারো-ওয়েডিং কোম্পানি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে ভিডিয়োটি। ক্যাপশনে লেখা হয়েছে ‘মাঝরাস্তায় বিয়ের আগের ফটোশ্যুট।’ ভিডিয়োটিতে দেখা যাচ্ছে লাল শাড়ি ও সোনালি গয়না পরা এক মহিলা পুরোদস্তুর কনের সাজে হেঁটে যাচ্ছেন ব্যস্ত রাস্তা দিয়ে। পাশ দিয়ে চলছে গাড়ি। বেহাল রাস্তার জমা জলের পাশ দিয়ে হাসি মুখেই এগিয়ে আসছেন ওই মহিলা।
প্রকাশের সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রামে ঝড় তুলেছে ভিডিয়োটি। ইতিমধ্যেই সেটি দেখে ফেলেছেন প্রায় ৪৩ লক্ষ মানুষ। পছন্দ করেছেন তিন লক্ষ ৭০ হাজারেরও বেশি নেটাগরিক। অনেককে দেখা গিয়েছে হরেক রকম মন্তব্য করতেও। কেউ কেউ লিখেছেন, বিয়ের ছবিতে রাস্তার সমস্যা তুলে ধরে কার্যত সমাজসেবা করেছেন ওই মহিলা। কারও মত, ব্যস্ত রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে ফটো তুলে বিপজ্জনক কাজ করেছেন তিনি।