Moringa Powder

শীতের মরসুমে মুখ হবে উজ্জ্বল, ত্বক থাকবে টানটান, মেখে দেখুন সজনেপাতার গুঁড়ো দিয়ে তৈরি প্যাক

ত্বকের জন্য অত্যন্ত ভাল সজনেপাতার গুঁড়ো। শীতের মরসুমে মুখে জেল্লা ফেরাতে ব্যবহার করতে পারেন তা দিয়ে তৈরি মুখের প্যাক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৪
Share:

সজনেপাতার গুঁড়োতেই দীপ্তি ফিরবে মুখে, ত্বক হবে টানটান? ছবি: ফ্রিপিক।

উজ্জ্বল, সুন্দর ত্বক পেতে নামীদামি প্রসাধনী ব্যবহার করেছেন। তাতে যদি আশানুরূপ ফল না হয় তা হলে বরং প্রাকৃতিক উপকরণে ভরসা করে দেখুন।

Advertisement

সজনে ডাঁটা, ফুল বিভিন্ন মরসুমে পাতে থাকেই। কেউ কেউ সজনেপাতা বা শাকও খান। বাজারে সজনেপাতার গুঁড়ো কৌটোবন্দি হয়ে বিক্রি হয় ‘মোরিঙ্গা পাউডার’ নামে। পুষ্টিগুণের জন্য স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের অনেকেই তা নিয়মিত ডায়েটে রাখেন। কিন্তু জানেন কি এই সজনেপাতার গুঁড়ো রূপচর্চাতেও কাজে লাগে।

ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে ভিটামিন সি বিশেষ কার্যকর। শুধু তাই নয়, ত্বকের জন্য অত্যন্ত জরুরি কোলাজেন সংশ্লেষে সাহায্য করে এই পাতাটি।

Advertisement

কোলাজেন হল এক ধরনের প্রোটিন, যা ত্বকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। শরীরে প্রাকৃতিক ভাবেই তৈরি হওয়া ওই প্রোটিনের উৎপাদন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায়। ফলে ত্বক শিথিল হয়ে পড়ে। বলিরেখা দেখা দেয়। সজনেপাতার গুঁড়োয় থাকে সালফার। সালফারে থাকা অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ, সি, ই কোলাজেন সংশ্লেষে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ এবং টান টান হয়।

কিন্তু কী ভাবে মুখে মাখবেন সজনেপাতা?

বাজারচলতি সজনেপাতার গুঁড়ো যেমন কিনতে পারেন, তেমনই সজনেপাতা জোগাড় করে তা শুকিয়ে বাড়িতেও গুঁড়ো করে নিতে পারেন। এ বার প্রশ্ন হল, কী ভাবে তৈরি হবে প্যাক? শীতের মরসুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে, ফলে ত্বক ক্রমশ শুষ্ক হয়ে পড়ে। সে কারণে ত্বকের প্রয়োজন বাড়তি আর্দ্রতার। তা জোগাতে কাজে লাগাতে পারেন দুধ, মধু, অ্যালো ভেরা, দুধ এবং হলুদের মতো উপকরণ। ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে অ্যালো ভেরা। মুখের ঔজ্জ্বল্য ফেরাবে দুধ এবং হলুদ। আর ত্বক টানটান করবে সজনেপাতার গুঁড়ো।

সজনেপাতার গুঁড়ো, মধু এবং অ্যালো ভেরা: তিনটি উপকরণই এক চামচ করে নিয়ে মিশিয়ে ফেলুন। ফেসওয়াশ দিয়ে মুখ দিয়ে মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ঠান্ডা অথবা ইষদুষ্ণ জল দিয়ে তা ধুয়ে নিন। ত্বককে আর্দ্রতা জোগাতে এবং বলিরেখা দূর করতে এই প্যাকটি বিশেষ সহায়ক হবে।

সজনেপাতার গুঁড়ো এবং টক দই: শীতের শুরুতেই ত্বক জেল্লা হারিয়েছে? ২ চামচ মোরিঙ্গা গুঁড়োর সঙ্গে ২ চামচ টক দই মিশিয়ে মুখ ভাল করে ধুয়ে মেখে ফেলুন। ১৫-২০ মিনিট প্যাক রেখে মুখ জলের ঝাপটা দিয়ে ধুয়ে নিন। ত্বকের কালচে ভাব দূর করে জেল্লা ফেরাতে সাহায্য করবে প্যাকটি।

সজনেপাতার গুঁড়ো এবং দুধ: ১ চামচ সজনেপাতার গুঁড়োর সঙ্গে ১ চামচ দুধ ভাল করে মিশিয়ে নিয়ে মাখুন। এতেও ত্বক ভাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement