বোন ইসাবেলার সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কইফ। ছবি: সংগৃহীত।
বন্ধুর বিয়ে আর বসন্ত, যেন একই সঙ্গে উদ্যাপন করছেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সম্প্রতি বন্ধু-পরিচালক করিশ্মা কোহলির বিয়ের নানা অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। মেহন্দি, সঙ্গীতের অনুষ্ঠান সবেতেই অংশগ্রহণ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে, সঙ্গে রয়েছেন বোন ইলাবেলাও।
প্রিয় বন্ধুর মেহন্দির অনুষ্ঠানের জন্য ক্যাটরিনা বেছে নিয়েছেন পোশাকশিল্পী মহিমা মহাজনের তৈরি অরগ্যানজ়া কাপড়ের একটি লেহঙ্গা। হালকা নীল রঙের স্কার্ট জুড়ে রয়েছে নানা রঙের ফুলের ছাপ। সঙ্গে ওই রঙেরই হাতকাটা ‘সুইট-হার্ট’ নেকলাইনের করসেট-টপ। তার চার ধারে সোনালি জ়রির সূক্ষ্ম কাজ। ফুলের ছাপ-তোলা ওড়নাও ছিল সঙ্গে। সামান্য এই সাজেই অভিনেত্রী হয়ে উঠেছিলেন অপরূপা। সাজ একেবারেই সামান্য। ন্যুড লিপস্টিক, আইশ্যাডো, চোখে লাইনার পরেছিলেন ক্যাটরিনা। কানে এক জোড়া দুল, পিঠ পর্যন্ত ঢেউখেলানো খোলা চুল আর প্রায় ‘নো মেকআপ’ লুকেই তিনি হয়ে উঠেছিলেন অনন্যা।
বন্ধুর বিয়েতে বান্ধবীদের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা এবং ইসাবেলা। ছবি: ইনস্টাগ্রাম।
দিদির সঙ্গে রংমিলান্তি করে অভিনেত্রীর বোন ইসাবেলা পরেছিলেন প্রায় একই ধাঁচের লেহঙ্গা। তবে তার রং হলুদ। হলুদ লেহঙ্গায় গাঢ় গোলাপি রঙের ফুলের নকশা করা। গ্লাসহাতা ব্লাউজ়ের সামনের দিকে ঠাসা জ়রির কাজ। দিদির মতো ইসাবেলাও ছিমছিম সাজ পছন্দ করেন। হালকা মেকআপ আর কানে এক জোড়া দুল। ব্যস, এই সাজেই দুই বোন মাতিয়ে রেখেছিলেন বিয়ের অনুষ্ঠান।