Katrina Kaif

৪০ হাজার টাকার ডেনিমের ড্রেস পরলেন ক্যাটরিনা কইফ! আয়ত্তের মধ্যে আপনি একই পোশাক পরবেন কী করে?

ক্যাটরিনার পরনের ওই পোশাকটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড গানির। দাম ৪০ হাজার ৪৯৬ টাকা। ডেনিমের দু’রকম শেডের ওই পোশাকের তলাটা স্কার্টের মতো হলেও উপরের অংশটি শার্টের মতো। স্লিভলেস। তবে কলার রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২০:৫৪
Share:

—ফাইল চিত্র।

ক্যাটরিনা কইফ মানেই তাঁর ভক্তদের কাছে এক ঝলক টাটকা হাওয়া। ইদানীং তাঁর দেখা পাওয়া যায় কম। পর্দায় তো বটেই প্রকাশ্যেও কমই ধরা দেন ক্যাট। সম্প্রতি তাঁকে এক অনুষ্ঠানে দেখা গেল একটি ডেনিমের ম্যাক্সি ড্রেস পরে হাজির হতে। খোলা চুল আর কালো স্টিলেটোর সঙ্গে ওই পা ছোঁয়া ডেনিম ড্রেস থেকে ভক্তরা বলছেন, একমাত্র ক্যাটরিনাকেই ডেনিমেও এত গ্ল্যামারাস দেখতে লাগতে পারে।

Advertisement

ক্যাটরিনার পরনের ওই পোশাকটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড গানির। দাম ৪০ হাজার ৪৯৬ টাকা। ডেনিমের দু’রকম শেডের ওই পোশাকের তলাটা স্কার্টের মতো হলেও উপরের অংশটি শার্টের মতো। স্লিভলেস। তবে কলার রয়েছে। ফ্যাশন সমালোচকেরা বলছেন ওই একটিই পোশাকে একই সঙ্গে গ্ল্যামারাস এবং প্রফেশনাল লাগছে ক্যাটরিনাকে।

ছবি: সংগৃহীত।

ক্যাটরিনার মতো সাজ কম খরচেও করতে পারেন আপনি। স্টাইলিস্টেরা বলছেন, গোড়ালি ছোঁয়া ডেনিম স্কার্টের সঙ্গে ডেনিম শার্ট দিয়ে একই রকম ফ্যাশনেবল লাগতে পারে আপনাকেও। কলকাতার পোশাক শিল্পীরা বলছেন, গত এক বছর ধরেই ‘ডেনিম অন ডেনিম লুক’ চলছে। সেই ট্রেন্ডে গা ভাসাতে পারেন আপনিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement