মুখ ধোয়ার পর ভাল ভাবে ময়শ্চারাইজার লাগানোর পরামর্শ দেওয়া হয়। ছবি- সংগৃহীত
বাইরে থেকে ফিরে দেখলেন রোজের ব্যবহৃত ফেসওয়াশটি ফুরিয়ে গিয়েছে। এ দিকে ফের বেরিয়ে দোকান থেকে ফেসওয়াশ কিনে আনতেও ক্লান্ত লাগছে। তা হলে উপায়? স্নানঘর থেকে সুগন্ধি সাবানটি দিয়ে মুখ ধুয়ে নিলেই তো হয়। অনেকেরই এমন প্রবণতা রয়েছে। ফেসওয়াশ ফুরিয়ে গেলে অনেক সময়ই প্রবণতা দেখা যায় অন্য কোনও ধরনের সাবান দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া। কিন্তু এতে কি কোনও ক্ষতি হতে পারে?
মূলত ত্বকে জমে থাকা ধুলো ও তেল তুলে ফেলার জন্য ফেসওয়াশ ব্যবহার করা হয়। ফেসওয়াশে যতটা পরিমাণ সাবান থাকে, তা-ও মুখের কোমল ত্বক রুক্ষ করে দিতে পারে। সে কারণেই মুখ ধোয়ার পর ভাল ভাবে ময়শ্চারাইজার লাগানোর পরামর্শ দেওয়া হয়। যাতে ত্বকের আর্দ্রতা সেই মুহূর্তে ফিরে আসে।
হাত ধোয়ার সাবান দিয়ে মুখ ধুয়ে নিলে সমস্যা খানিকটা বেশিই হবে। তাতে সাবানের পরিমাণ থাকে আরও খানিকটা বেশি। যেহেতু কাজ করতে হলে হাতে ময়লা লাগাটা স্বাভাবিক। হাত পরিষ্কার রাখতে এবং ক্ষতিকর ব্যাক্টিরিয়ার সঙ্গে লড়তে হাত ধোয়ার সাবানে খুব কড়া ক্ষার থাকে। সেই সাবান মুখে ব্যবহার করলে যে মুখের কোমল ত্বকের জন্য অত্যধিক কড়া হয়ে যেতে পারে, তা তো বোঝাই যাচ্ছে। অনেকের ধারণা, কড়া মানের সাবান মুখে ব্যবহার করলে বোধ হয় তৈলাক্ত ভাব দ্রুত কাটবে। ব্রণর সমস্যাও চলে যাবে। এই ধারণা একেবারেই ভ্রান্ত। এতে বরং ব্রণর পাশাপাশি ত্বক অতিরিক্ত বেশি শুষ্ক হয়ে যেতে পারে। এ ছাড়া ব্রণর অংশে জ্বালা এবং চুলকানি হতে পারে।