Hair Care with Honey

শীতে শুধু ত্বক নয়, চুলও নরম রাখবে মধু? কী ভাবে মাখলে সবচেয়ে বেশি সুফল পাবেন?

চুলের সমস্যার সমাধান করতে শ্যাম্পু, শৌখিন প্রসাধনী ব্যবহার করেও বিশেষ লাভ হয় না। সেক্ষেত্রে শীতে চুলের খেয়াল রাখতে ভরসা হোক মধু। কী ভাবে ব্যবহার করবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:২১
Share:

ছবি: সংগৃহীত।

ত্বকের জন্য নিঃসন্দেহে মধু উপকারী। বিশেষ করে শীতকালীন রূপচর্চায় মধুর ভূমিকা অনবদ্য। তবে শুধু ত্বক নয়, চুলের জন্যও সমান কার্যকরী মধু। এমনিতে শীতে চুলের সমস্যার শেষ নেই। সেই সমস্যার সমাধান করতে শ্যাম্পু, শৌখিন প্রসাধনী ব্যবহার করেও বিশেষ লাভ হয় না। সেক্ষেত্রে শীতে চুলের খেয়াল রাখতে ভরসা হোক মধু। কী ভাবে ব্যবহার করবেন?

Advertisement

১) অনেক সময়ে চুল রুক্ষ দেখায়। টক দই আর মধু মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক ব্যবহার করার পরে রাসায়নিক বিহীন শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। চুল মসৃণ হবে।

২) অলিভ অয়েলে মধু মিশিয়ে চুলে লাগাতে পারেন। চুলের পুষ্টিতে সাহায্য করবে এই তেল। তা ছাড়া মধু নানা ধরনের সংক্রমণ প্রতিহত করে। ফলে চুলের গোড়ার স্বাস্থ্য ভাল হয় এতে।

Advertisement

৩) চুল যদি খুব শুষ্ক হয়, সেক্ষেত্রে মধু আর ডিমের প্যাক খুবই কাজে দেয়। মধু, ডিম আর বাদাম তেল মিশ্রিত এই প্যাক চুলকে নরম করে।

৪) অ্যাপ্‌ল সিডার ভিনিগার ও মধু এক সঙ্গে মিশিয়ে মাথার তালুতে মাখা যেতে পারে। মিশ্রণটি নতুন চুল গজাতে সাহায্য করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement