ইদানীং সাজগোজের একটা অঙ্গ হিসাবে চুলে বিভিন্ন রং করে থাকেন অনেকে। ছবি: সংগৃহীত
ইদানীং সাজগোজের একটা অঙ্গ হিসাবে চুলে বিভিন্ন রং করে থাকেন অনেকে। চুলে রং করার পর চুলের বাড়তি যত্ন না নিলে চুলের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।চুলের যত্নে এবং দীর্ঘদিন চুলের রং ধরে রাখতে প্রয়োজন বাড়তি যত্নের।
কী ভাবে নেবেন রঙিন চুলের বাড়তি যত্ন?
সঠিক নিয়মে শ্যাম্পু:
চুলে রং করার পরে বাড়ি ফিরেই শ্যাম্পু করবেন না। এতে চুলে রং বসার আগেই তা হাল্কা হয়ে যায়। তাই রং করার অন্তত ৪৮ ঘণ্টা পার করে শ্যাম্পু করুন।
চুলের রং ধরে রাখতে চাইলে রঙিন চুলের উপযোগী পণ্যেই ব্যবহার করুন। ছবি: সংগৃহীত
রঙিন চুলের উপযোগী পণ্য:
সাধারণ চুল এবং রঙিন চুলের যত্নে প্রয়োজনীয় পণ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য। চুলের রং ধরে রাখতে চাইলে রঙিন চুলের উপযোগী পণ্যেই ব্যবহার করুন। রঙিন চুলে শ্যাম্পু ও কন্ডিশনার লাগানোর আগে দেখে নিন সেগুলিতে যেন এসএলএস ও অ্যালকোহল না থাকে। এই পদার্থগুলি চুলের রং অনেকসময় ফিকে করে দেয়। রং লাগানোর পর চুল যাতে রুক্ষ না হয়ে যায় সেই জন্যে যেসকল পণ্যে পুষ্টিকর উপাদান আছে সেগুলি ব্যবহার করুন।
রঙিন চুলে গরম জল নৈব নৈব চ:
চুলে রং করার পর ভুল করেও গরম জলে স্নান বা শ্যাম্পু করবেন না। গরম জল চুলের আর্দ্রতাকে নষ্ট করে সেই সঙ্গে চুলের রংও ফিকে করে দিতে পারে।
রঙিন চুলের বাড়তি যত্ন:
রং করা চুলের ক্ষেত্রে একটু ভারী হেয়ার মাস্ক এবং তেল মালিশ করলে ভাল হয়। সপ্তাহে অন্তত দু’ থেকে তিনবার স্পা করা (বাড়িতেই) বাঞ্ছনীয়, যাতে চুল রং করার ক্ষতিকর উপাদান চুলের ক্ষতি করতে না পারে।
এছাড়া রঙিন চুলে চুল শুকোনোর বা সোজা করার যন্ত্রব্যবহার একদমই উচিত নয়। এছাড়াও এসপিএফ যুক্ত কন্ডিশনার করলে ভাল হয়।