ভুরু শেপ করে নিন বাড়িতেই। ছবি: সংগৃহীত।
খুব তাড়াতাড়ি ভুরুর লোম গজায় না। তাই ঘন ঘন সালোঁয় গিয়ে থ্রেডিং করার অভ্যাস নেই। তবে ভুরুর তলা দিয়ে ছোট ছোট পাতলা লোম বেরোতে শুরু করলে দেখতে একটু খারাপ লাগে। কোনও অনুষ্ঠানে যেতে হলে তখন মুশকিলে পড়তে হয়। তখন সালোঁয় যাওয়ার সময় না থাকলে কী করবেন? এই সমস্যা থেকে মুক্তি পেতে ইউটিউব দেখে নিজে নিজে থ্রেডিং করতে শিখেছেন অনেকেই। তবে, সকলেই তো পেশাদার কর্মীদের মতো দক্ষ হাতে থ্রেডিং করতে পারেন না। কয়েকটি বিষয় জানা থাকলে বাড়িতেই সহজে ভুরুর আকার ঠিক করে ফেলা যায়।
ভুরু যুগলের আকার সুন্দর করতে কী কী লাগবে?
১) টুইজ়ার
২) স্পুলি ব্রাশ
৩) ছোট কাঁচি
৪) আইব্রো পেন্সিল
৫) ছোট আয়না
কয়েকটি বিষয় জানা থাকলে বাড়িতেই সহজে ভুরুর আকার ঠিক করে ফেলা যায়। ছবি: সংগৃহীত।
কী ভাবে ভুরু শেপ করবেন?
১) প্রথমে নিজের মুখের আকারের সঙ্গে কেমন ভুরু মানানসই হবে, তা বুঝে নিন।
২) মুখের সঙ্গে মানিয়ে ভুরুর আকার অনুযায়ী আইব্রো পেন্সিল দিয়ে আউট-লাইন মার্ক করে নিন।
৩) এ বার স্পুলি ব্রাশ দিয়ে ভাল করে রোমগুলিকে আঁচড়ে নিন। উপর দিক থেকে কাঁচি দিয়ে রোম কেটে ছোট করে নিন।
৪) পরের ধাপ হল, টুইজ়ার দিয়ে অতিরিক্ত লোম তুলে ফেলা। ভুরু আকার অনুযায়ী সাজানো হলে গেলে টুইজ়ার দিয়ে রোম তুলে ফেলার কাজটি সহজ হয়।
৫) ভুরুর মাঝে যদি কোনও ফাঁক থাকে, তা হলে আইব্রো পেন্সিলের সাহায্যে সেই শূন্যস্থান ভরে ফেলাই ভাল। তবে, তা করতে হবে খুব সন্তর্পণে। কালচে রং যেন ভুরুর সঙ্গে মানানসই হয়।