Homemade Cream

বাজার থেকে কিনবেন কেন, ত্বকের যত্নে ক্রিম তৈরি করে নিন বাড়িতেই, কী দিয়ে করবেন?

খরচ করে ক্রিম মেখে যে সব সময় মনের মতো ফল পাবেন, তেমন না-ও হতে পারে। তা হলে কি নামী সংস্থার ক্রিম মাখা ছেড়ে দেবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৮:৫৮
Share:

ঘরোয়া ক্রিম তৈরি করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

ত্বকের হাজার একটা সমস্যা। সেই সব সমস্যা দূর করতে দোকানে নানা রকম প্রসাধনীও পাওয়া যায়। কোনওটি সকালে মাখার, কোনওটি রাতে। কোনওটি ঘরে থাকলে মাখতে হয়, কোনওটি আবার বাইরে বেরোলে। এত খরচ করেও যে সব সময় মনের মতো ফল পাবেন, তেমন না-ও হতে পারে। তা হলে কি ক্রিম মাখাই ছেড়ে দেবেন? ঘরোয়া টোটকায় রূপচর্চা করেন যাঁরা, তাঁরা বলছেন এ ক্ষেত্রে ঘি এবং গুঁড়ো হলুদ— এই দুটি উপাদান দিয়ে বাড়িতেই ক্রিম তৈরি করে ফেলা যায়। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে ঘরোয়া এই ক্রিম দারুণ কাজ করে।

Advertisement

এই ক্রিম তৈরি করতে কী কী লাগবে?

নুন ছাড়া ঘি: ২৫০ গ্রাম

Advertisement

গুঁড়ো হলুদ: ১ চা চামচ

ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে ঘরোয়া এই ক্রিম দারুণ কাজ করে। ছবি: সংগৃহীত।

পদ্ধতি:

১) প্রথমে একটি পাত্রে ঘি গরম করে নিন।

২) তার মধ্যে মিশিয়ে নিন গুঁড়ো হলুদ। ভাল করে মিশিয়ে নিন।

৩) ঘি এবং হলুদ ভাল করে মিশে গেলে ছেঁকে নিতে হবে। কাচের শিশিতে রাখতে পারলে ভাল হয়।

৪) ঘি-হলুদের গরম মিশ্রণ স্বাভাবিক তাপমাত্রায় এলে তা ফ্রিজ়ে রেখে দিন।

৫) ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে, মুখ পরিষ্কার করে দু’বেলা ঘরে তৈরি এই ক্রিম মুখে মাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement