diamond

Diamond Cleaning: হিরের গয়না ভালবাসেন? পরিষ্কার করবেন কোন উপায়ে

অন্যান্য যে কোনও গহনার সঙ্গে হিরের পার্থক্য হল এটি পৃথিবীর কঠিনতম প্রাকৃতিক উপাদান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৪
Share:

হিরের আংটি সাফ করার সঠিক উপায় কী? ছবি: সংগৃহীত

হীরক রাজাকে ভালবাসেন না এমন মানুষ হাজার হাজার, কিন্তু হিরের গহনা ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু অন্যান্য যে কোনও গহনার সঙ্গে হিরের পার্থক্য হল, এটি পৃথিবীর কঠিনতম প্রাকৃতিক উপাদান। কাজেই অন্য কোনও ধাতু বা পাথরের পক্ষে এটিকে ক্ষয় করা সম্ভব নয়। কেবল একটি হীরক খণ্ডই অপর একটি হীরক খণ্ড কাটতে পারে।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

হাতে পরে থাকা হিরের আংটি ময়লা কিংবা ঘামে অপরিচ্ছন্ন হয়ে যেতেই পারে। কিন্তু সাধারণ গহনার মতো করে একে সাফ করা ঠিক নয়। তা ছাড়া যদি কোনও ভাবে এক টুকরো হীরে কোথাও আংটি থেকে খুলে হারিয়ে যায়, তা হলেও কপাল চাপড়ানো ছাড়া উপায় থাকবে না। তাই এই গহনা সাফ করতে নিম্নলিখিত পদ্ধতিগুলি মেনে চলুন।

১। হিরের উজ্জ্বলতা এতটাই বেশি যে ঘরোয়া উপকরণ দিয়েই পরিষ্কার করা সম্ভব। প্রথমে চার কাপ জলে এক চা চামচের সমান মৃদু মাত্রার বাসন মাজার সাবান গুলে নিতে হবে।
২। মিশ্রণটি ভাল করে নাড়িয়ে নিন, ফেনা হয়ে এলে ওই পাত্রে আংটি কিংবা গহনা মিনিটের কুড়ির জন্য ডুবিয়ে রাখুন।
৩। কুড়ি মিনিট পর গয়নাটি জল থেকে তুলে, একটি নরম দাঁত মাজার ব্রাশ দিয়ে অল্প অল্প করে ঘষে তুলে ফেলুন ময়লা।
৪। নরম কাপড় দিয়েও একই কাজ করা যেতে পারে। ব্রাশ দিয়ে ঘষা হয়ে গেলে আংটি কিংবা গয়নাটিকে পুনরায় সাবান জলে চুবিয়ে রাখুন
৫। খানিকক্ষণ পর তুলে নিয়ে নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে আপনার প্রিয় হীরের আংটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement