শিশুর ঘন ঘন চুল উঠলে বা মাথার ত্বকে সংক্রমণ দেখা দিলে কী করণীয়? ছবি: ফ্রিপিক।
লাগাতার চুল উঠে মাথায় টাক পড়ে যাচ্ছে শিশুর? মাথার ত্বকে লালচে দাগ, র্যাশ হচ্ছে? কেবল খুশকির সমস্যা নয়, ছত্রাকের সংক্রমণেও এমন হতে পারে।
শিশুর মাথার মাঝখানে বা সামনের দিকে চুল উঠে যদি টাক পড়তে থাকে, সেই সঙ্গে মাথার ত্বকে চুলকানি ও র্যাশ দেখা দেয়,তা হলে বুঝতে হবে চুলের গোড়ায় ছত্রাকের সংক্রমণ হয়েছে। একে বলে ‘টিনিয়া ক্যাপিটিস’। এর সংক্রমণ হলে মাথার ত্বকে প্রদাহ শুরু হয়, অনেক সময়ে পুঁজও হতে দেখা যায়। মাথার যে অংশে এই ছত্রাকের সংক্রমণ হয়, সেখানকার চুল পড়তে শুরু করে। চুলকানিতে সেই জায়গায় লালচে ছোপ দেখা যায়।
কাদের হতে পারে?
যে শিশুর মাথার ত্বক বেশি ঘামে, তাদের এমন হতে পারে। ভেজা চুল সারা ক্ষণ বেঁধে রাখলেও এমন ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে। আবার বাড়ির পোষ্যদের থেকেও ছত্রাকের সংক্রমণ হতে পারে কিছু ক্ষেত্রে। ঠিকমতো স্নান না করলে অথবা সঠিক শ্যাম্পু ব্যবহার না করলেও এমন হতে পারে। অন্যের চিরুনি বা প্রসাধনী ব্যবহার করলেও তার থেকে সংক্রমণ ছড়াতে পারে।
সারবে কী ভাবে?
১) ছত্রাকের সংক্রমণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে কোনও রকম অ্যান্টি-ফাঙ্গাল ওষুধ খাওয়ানো বা প্রসাধনী ব্যবহার করা ঠিক হবে না।
২) শিশুর মাথার ত্বক নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সেলেনিয়াম সালফাইড জাতীয় শ্যাম্পু ব্যবহার করা ভাল, তবে তা চিকিৎসকের পরামর্শ মতোই করতে হবে।
৩) শিশুর চিরুনি, তোয়ালে আলাদা রাখতে হবে। শিশুর জামাকাপড়, মাথার বালিশের কভার নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে।
৪) বাড়ির পোষ্যদের পরিচ্ছন্ন রাখুন। যদি পোষ্যের কোনও রকম সংক্রমণ দেখা দেয় অথবা তাদের লোমে পোকা হয়, তখন শিশুকে তার থেকে দূরেই রাখতে হবে।