কোরিয়ানদের মতো সুন্দর, ঘন, কালো চুলের অধিকারী হতে কী তেল মাখতে হবে জানেন? ছবি: সংগৃহীত।
মাথার চুল থেকে পায়ের নখ— ইদানীং রূপচর্চার জগতে কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তা বেড়েছে। ত্বক এবং কেশচর্চায় কোরিয়ান প্রসাধনীর জুড়ি মেলা ভার। ত্বকের বিভিন্ন প্রসাধনী এখন সেই দেশের প্রাচীন পদ্ধতি মেনেই তৈরি করছে বিভিন্ন দেশীয় সংস্থা। কোরিয়ান প্রসাধনীর মূল উপাদান হল তেল। ত্বক তো বটেই। চুলের যত্নেও কোরিয়ানরা বিভিন্ন রকম তেল ব্যবহার করে থাকেন। তবে, সেই তেল কোনও একটি মাত্র তেল নয়। বিভিন্ন রকম তেল নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে সেই তেল তৈরি করা হয়। কোরিয়ান প্রসাধনী কেনা কিন্তু বেশ খরচসাপেক্ষ। সকলের পক্ষে তা কেনা সম্ভব নয়। তবে ওই বিশেষ তেল কিন্তু কম খরচে বাড়িতে তৈরি করে ফেলা যায়। কোরিয়ানদের মতো সুন্দর, ঘন, কালো চুলের অধিকারী হতে কী কী তেল মাখতে হবে জানেন?
চুলের নিজস্ব কালো রং ধরে রাখতে কোরিয়ান তেল তৈরি করবেন কী ভাবে?
উপকরণ:
হোহোবা অয়েল: ২ টেবিল চামচ
আর্গন অয়েল: ২ টেবিল চামচ
কাঠবাদামের তেল: ২ টেবিল চামচ
ক্যামেলিয়া অয়েল: ২ টেবিল চামচ
ক্যাস্টর অয়েল: ১ টেবিল চামচ
এসেনশিয়াল অয়েল: কয়েক ফোঁটা
পদ্ধতি:
১) প্রথমে পরিষ্কার, শুকনো একটি কাচের পাত্রে সব ধরনের অয়েল মিশিয়ে নিন।
২) এর মধ্যে পছন্দের যে কোনও একটি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা।
৩) ভাল করে মিশিয়ে নিয়ে এমন জায়গায় রাখুন, যেখানে সরাসরি আলো আসতে না পারে।
৪) তেল মাখার সময়ে ড্রপার ব্যবহার করতে পারলে ভাল হয়।
৫) মাথায় তেল মাখতে মাখতে ওই হাত আবার তেলের শিশিতে ডোবানোর প্রয়োজন নেই।