নখে জমে যাওয়া ময়লা নিয়মিত পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।
সুন্দর করে কাটা লম্বা নখ, উজ্জ্বল নখরঞ্জনী দেখতে সব সময়ই ভাল লাগে। কিন্তু সেই নখ সামলাতে গিয়ে যত সমস্যা। কিছু খেতে গেলেই নখের ফাঁকে ঢুকে যায় খাবার। যে কোনও কাজ করতে গেলেই নখে ময়লা জমে যায়। এই ময়লাই খাবারের সঙ্গে পেটে গেলে শরীর খারাপ অনিবার্য। কী ভাবে হবে সমস্যার সমাধান?
১.লম্বা নখ রাখতে গেলে তার যত্নআত্তি প্রয়োজন। অনেকেই নিয়ম করে নখ পরিষ্কার করেন না। নখ পরিষ্কারের জন্য ঈষদুষ্ণ জলে ত্বকের উপযোগী শ্যাম্পু গুলে হাত কিছু ক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। এই সময় ম্যানিকিয়োর করার ব্রাশ দিয়ে নখ পরিষ্কার করে নিন।
২. ভিজে নখে ব্যাক্টেরিয়া, জীবাণুর সংক্রমণ বেশি হয়। দীর্ঘ ক্ষণ ধোয়াধুয়ি করলে বা জলের ব্যবহারে নখ নরম হয়ে যায়। তাই জল ঘাঁটলে বা জল নিয়ে কাজ করার পর নখ ভাল করে মুছে নেওয়া দরকার।
৩. ধুলো ঝাড়া, বাসন মাজা বা যে সমস্ত ঘরোয়া কাজ করতে গেলে নখে ময়লা জমতে পারে, সেগুলি করার আগে গ্লাভস ব্যবহার করতে পারেন। এতে নখরঞ্জনীও নষ্ট হবে না, আবার নখও বাঁচবে।
৪. শুধু নখের ময়লা বার করাই যথেষ্ট নয়, পরিচর্যারও দরকার। মুখের জন্য যেমন ময়েশ্চরাইজার প্রয়োজন, নখেরও তাই। নখ পরিষ্কারের পর ভাল করে অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার মাখলে রুক্ষ ভাব দূর হবে। নখ ভাল থাকবে।