clothes

Life Hacks: পুরনো পোশাক ফেলে দিচ্ছেন? তা দিয়েই কিন্তু হতে পারে নতুন সাজ

অনেকের বাড়িতেই পুরোনো জামাকাপড় পড়ে থাকে। ফেলে না রেখে সেগুলি দিয়েই কী ভাবে বানাবেন নতুন পোশাক?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৫:৪০
Share:

ব্লাউজের পরিবর্তে শাড়ির সঙ্গে এরকম একটি শার্ট পরে নেওয়া যেতে পারে। সৌজন্য : বিদ্যা বালনের ফেসবুক প্রোফাইল

নতুন নতুন পোশাক দেখলেই আমাদের কিনে ফেলার একটা প্রবণতা আছে। কয়েক দিন পরই সেগুলি আর ভাল লাগে না। নতুন কিছু কিনতে হয়। এই ভাবে পোশাক জমতে জমতে ডাঁই হতে থাকে। বাড়তি খরচ করতে না চাইলে পুরোনো পোশাককেই নিজের পছন্দ অনুযায়ী নতুন করে নিতে পারেন।

কী ভাবে করবেন সেই কাজ?

Advertisement

পুরোনো জরির শাড়ি কেটে বানাতে পারেন এমন ঘাগড়া। সৌজন্য : সংগৃহীত

১) পুরোনো শাড়ি কেটে লং স্কার্ট:

প্রায় সকলের আলমারিতেই পুরোনো দু’-একটি অব্যবহৃত শাড়ি থেকে যায়। তা ফেলে না রেখে বরং সেগুলি দিয়ে বানিয়ে ফেলুন লং ঝুলের স্কার্ট জাতীয় পোশাক। শাড়ি কেটে বানানো যেতে পারে লম্বা ঝুলের জামাও।

Advertisement

২) পুরোনো শার্ট হতে পারে ব্লাউজ:
আজকাল অনেকেই শাড়ির সঙ্গে ব্লাউজের পরিবর্তে শার্ট গলিয়ে নেন। এতে বেশ অন্য রকম সাজ হতে পারে। তাই পুরোনো শার্টগুলি একেবারে ফেলে না দিয়ে বরং ব্লাউজ হিসেবে ব্যবহার করতে পারেন।

৩)পুরোনো কামিজ কেটে বানান শ্রাগ:

অনেক পুরোনো কামিজ থাকলে সেটি মাঝখান থেকে কেটে নিন। পছন্দ অনুযায়ী একটি লেস লাগিয়ে নিতে পারেন। বুকের কাছে কয়েকটি বোতাম জুড়ে নিন। শ্রাগ তৈরি।

৪) পুরোনো ওড়না কেটে বানানো যেতে পারে ব্লাউজ :

আজকাল সালোয়ার-কামিজ পরার প্রবণতা খানিকটা কমই। ফলে অনেক সময়ে বেশ কয়েক হাত লম্বা সুন্দর কাজ করা ওড়নাগুলি পড়েই থাকে। সেগুলি দিয়ে অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে ব্লাউজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement