ত্বকে নায়িকাদের মতো জেল্লা আনবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
বিশেষ বন্ধুর সঙ্গে বড়দিন উদ্যাপন করবেন? রাতে পার্ক স্ট্রিটে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া আর হইহুল্লোড় করার পরিকল্পনা? রাতে কী পোশাক পরবেন, কী ব্যাগ নেবেন, সব ঠিক করা হয়ে গিয়েছে আগে থেকেই। তবে বিশেষ দিনের সাজটাও তো বিশেষ হতে হবে। রোজ সাদামাঠা সাজ হলেও বিশেষ দিনগুলিতে সাজে একটু চমক আনলে মন্দ হয় না। নায়িকাদের সাজ সব সময়েই হয় জেল্লাদার। নিজে মেকআপ করলে শত চেষ্টা করেও সেই জেল্লা আসে না। জেনে নিন শীতের রাতে কী ভাবে মেকআপ করেই ত্বক জেল্লাদার করবেন। ‘গ্লসি মেকআপ লুক’ করবেন কী ভাবে, রইল হদিস।
১) প্রথমে পছন্দের স্ক্রাবার ব্যবহার করে মুখের মৃতকোষগুলি পরিষ্কার করেন। তার পর টোনার ব্যবহার করুন।
২) এ বার হাইলুরোনিক অ্যাসিডযুক্ত ফেস সিরাম মাখুন, এতে ত্বকে স্বাভাবিক জেল্লা আসবে।
৩) তার পর ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে ভুলবেন না যেন। যাঁদের অতিরিক্ত রুক্ষ ত্বক, তাঁরা ময়শ্চারাইজ়ারের সঙ্গে দু’ফোঁটা রোজ অয়েল মেখে নিতে পারেন।
৪) প্রাইমার লাগিয়ে নিন। ত্বকের রন্ধ্রগুলি ঢেকে রাখতে ও মেক আপ বেশি ক্ষণ স্থায়ী করতে এই ধাপটি ভীষণ গুরুত্বপূর্ণ।
৫) ফাউনন্ডেশন লাগানোর আগে স্ট্রব ক্রিম ব্যবহার করতে ভুলবেন না যেন। মেক আপের পর চকচকে ভাব আনার ক্ষেত্রে এই ধাপটি করতেই হবে। তার পর ত্বকের রঙের সঙ্গে মানানসই ক্রিম বেসড ফাউন্ডেশন ব্যবহার করুন।
৬) সেটিংয়ের জন্য ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন। এতে ত্বক জেল্লাদার দেখায়। এর পর তরল কিংবা জেল হাইলাইটার ব্যবহার করুন।
৭) চোখের মেক আপ সেরে লিপস্টিক পরে নিন। এ বার আবার সেটিং স্প্রে ব্যবহার করুন।