অল্প মধু নিয়মিত ত্বকে পড়লে আর কিছুর প্রয়োজন নেই। ত্বক নিখুঁত এবং মৃণ দেখাতে বাধ্য।
প্রতি মাসে ফেশিয়াল করেন। নিত্য নতুন ক্রিম লাগান। তবু ত্বকে যেন জেল্লা নেই। ঠিক মসৃণও দেখায় না। এমন অশান্তিতে ভুগতে শুরু করলেই লোকে বলবে মধু মাখতে। কিন্তু কেন মাখবেন মধু?
কী এমন মধু রয়েছে মধুতে?
মধুতে রয়েছে ত্বকের উপর থেকে মৃত কোষ তুলে ফেলার ক্ষমতা। অল্প মধু নিয়মিত ত্বকে পড়লে আর কিছুর প্রয়োজন নেই। ত্বক নিখুঁত এবং মৃণ দেখাতে বাধ্য। পাশাপাশি, মধু ত্বককে আর্দ্রও করতে পারে। সে কারণেও ত্বক নরম দেখায় নিয়মিত মধু মাখলে।
কিন্তু সাধারণত সরাসরি মধু মাখতে বারণ করেন অনেকে। কিছুর সঙ্গে মিশিয়ে মাখলে মধুর গুণ আরও খোলে বলেই বক্তব্য রূপচর্চায় যুক্ত অনেকের।
মধু আর লেবুর রসের বন্ধুত্ব অটুট। এর চেয়ে কাজের মিশ্রণ খুব কমই হয় রূপচর্চার ক্ষেত্রে।
কী ভাবে মাখবেন মধু?
মধু আর লেবুর রসের বন্ধুত্ব অটুট। এর চেয়ে কাজের মিশ্রণ খুব কমই হয় রূপচর্চার ক্ষেত্রে। তবে আরও নানা ধরনের ব্যবস্থাও নিতে পারেন। যেমন এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিতে পারেন তিন চামচ কাঁচা দুধ। তাতেও বেশ মসৃণ হবে ত্বক।
মধু মাখার আরও একটি ভাল পদ্ধতি রয়েছে। এক চামচ দই, এক চামচ ওট্স আর এক চামচ মধু মেশাবেন। তা ভাল করে মুখে মাখলে একসঙ্গে অনেকগুলি কাজ হবে। মুখ পরিষ্কার হবে আবার মৃত কোষও দূর হবে।
ফলে ক্রিম যেমনই হোক, তা নিয়ে না ভেবে এ বার থেকে এক চামচ মধুর উপর বেশি ভরসা রাখলেই চলবে।