KGF

Tricks to grow your beard faster: কেজিএফ তারকা যশের দাড়ি-গোঁফ দেখে মুগ্ধ? আপনিও পেতে পারেন এমন চেহারা

: ‘কেজিএফ চ্যাপ্টার টু’ ছবির নায়ক যশের দাড়ি-গোঁফের নানা কায়দা মন কেড়েছে দর্শকদের। তাঁর ভক্তদের মধ্যে বাড়ছে দাড়ি-গোঁফ রাখার প্রবণতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৬:১১
Share:

যশের অভিনয় দক্ষতা, হাঁটাচলার ভঙ্গি, সাজপোশাকের ধরণ ভক্তদের মুগ্ধ করেছে। ছবি: সংগৃহীত

দেশজুড়ে মানুষ ইদানীং দক্ষিণী ছবির প্রেমে মশগুল। দক্ষিণী ছবির তারকারাদের জনপ্রিয়তাও দিন দিন বেড়ে চলছে। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ছবির নায়ক যশের অভিনয় দক্ষতা, হাঁটাচলার ভঙ্গি, সাজপোশাকের ধরণ ভক্তদের মুগ্ধ করেছে। শুধু তাই নয়, যশের দাড়ি-গোঁফের নানা কায়দাও মন কেড়েছে দর্শকদের। তাঁর অনুগামীদের মধ্যে বাড়ছে দাড়ি-গোঁফ রাখার প্রবণতা।

Advertisement

কেবল যশের অনুরাগীরাই নন, অনেক ফ্যাশনদুরস্ত তরুণ চেহারা পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন গোঁফ-দাড়িতে। তবে চাইলেই তো আর হল না! গোঁফ-দাড়ি গজানোর স্বাভাবিক গতি অনেকের ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়ায়। সমাধান হিসাবে বাজারচলতি বেশ কিছু তেল বা ক্রিম আছে, যাতে দাড়ি-গোঁফের ঘনত্ব বাড়ে। কিন্তু সে সব সকলের ত্বক উপযোগী না-ও হতে পারে। তাই অনেকেই সেগুলি ব্যবহার করার আগে দশ বার ভাবেন।

তা বলে কি গোঁফ-দাড়ির কেতায় ফ্যাশন করা আর হবে না? এমনটা ভাবার কোনও কারণ নেই। ঘরোয়া বেশ কিছু উপায় অবলম্বন করলে আপনিও পেতে পারেন ঘন গোঁফ-দাড়ি।

Advertisement

যশ।

কোন ঘরোয়া টোটকায় বাড়বে দাড়ি-গোঁফের ঘনত্ব?

১) ইউক্যালিপটাস তেল এ ক্ষেত্রে দারুণ উপকারী। প্রতি দিন এই তেল মাখলে গোঁফ-দাড়ি ঘন হয়।

২) ঘন দাড়ি পাওয়ার আশায় অনেকেই বার বার দাড়ি কাটেন। এমনটা করবেন না, বরং গোঁফ-দাড়ির বৃদ্ধি ও ঘনত্বের জন্য অন্তত এক থেকে দেড় মাস অন্তর ছেটে নিন। তবেই পাবেন মনের মতো চেহারা।

৩) চুলের মতোই গোঁফ-দাড়ি গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। এতে থাকা সালফার গোঁফ-দাড়ি ঘনত্ব বাড়াতে পারে। সপ্তাহে অন্তত তিন দিন গোঁফ-দাড়িতে লাগান পেঁয়াজের রস।

৪) ভিটামিন বি কমপ্লেক্স ও সি গোঁফ-দাড়ি বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ভিটামিন ক্যাপসুল খেতে পারেন। খাদ্যতালিকাতেও যোগ করুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার।

৫) শুকনো হাত গালে মিনিট পাঁচেক ধরে মালিশ করুন। এতে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ও গোঁফ-দাড়ি ঘন হয়ে গজাতে সাহায্য করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement