Clove

Beauty tips: কেবল রান্নাতেই নয়, এ বার রূপচর্চায় ব্যবহার করুন লবঙ্গ

লবঙ্গ তেলের অ্যান্টিসেপটিক গুণ ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে লবঙ্গ তেল নিমেষেই মেরে ফেলে। এই তেলে ব্যবহার ব্রণর দাগ-ছোপও মিলিয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৪
Share:

ব্রণর সমস্যায় দারুণ উপকারী লবঙ্গ তেল। ছবি: সংগৃহীত

রান্না স্বাদ বাড়াতে ফোড়ন হিসেবে আমরা প্রায়ই লবঙ্গ ব্যবহার করি। দাঁতের ব্যথা কিংবা শুকনো কাশি হলেও কিন্তু লবঙ্গই করে মুশকিল আসান। তবে জানেন কি, রূপচর্চাতেও লবঙ্গের জুড়ি মেলা ভার?

Advertisement

ভাবছেন কী ভাবে ব্যবহার করবেন? কাজ হবে লবঙ্গ তেলেই। নিয়মিত এই তেল ব্যবহার করলেই ত্বক ও চুলের অনেক সমস্যা দূর করা যায়।

১) ব্রণর সমস্যায় দারুণ উপকারী এই তেল। লবঙ্গ তেলের অ্যান্টিসেপটিক গুণ ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাক্টেরিয়াগুলিকে লবঙ্গ তেল নিমেষেই মেরে ফেলে। শুধু তাই নয়, এই তেলে উপস্থিত বিভিন্ন উপাদানের গুণে ব্রণর দাগ-ছোপও মিলিয়ে যায়।

Advertisement

২) নিয়মিত লবঙ্গ তেল মুখে লাগিয়ে মিনিট দশেক মালিশ করলে ত্বকের হারানো জেল্লা ফিরে পাওয়া যায়। বলিরেখা দূর হয়।

প্রতীকী ছবি

৩) রান্নার সময় তেল ছিটকে ফোসকা পড়েছে? মশার কামড়েও অনেক সময় হাতে পায়ে দাগ হয়ে যায়। লবঙ্গ তেলেই মিলতে পারে সমাধান। লবঙ্গ তেল যে কোনও দাগ সহজেই তুলে দেয়।

৪) শীতকালে ত্বক এমনিতেই শুকনো থাকে। এই সময় ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। রাতে ঘুমাতে যাওয়ার আগে লবঙ্গ তেল লাগালে খুব ভাল ফল পাবেন। ত্বক উজ্জল হবে।

৫) চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতেও এই তেল ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে আধ চামচ লবঙ্গ তেলের সঙ্গে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগলে সুফল মিলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement