ত্বক পরিচর্চায় কী ভাবে ব্যবহার করবেন ভাতের ফ্যান? ছবি: সংগৃহীত।
ত্বক ও চুলের পরিচর্যা করার জন্য অনেকেই নিয়মিত পার্লারে যান। কেউ আবার নামী-দামি প্রসাধনী কিনে অনেক টাকা খরচ করেন। তবে এমন অনেক ঘরোয়া পদ্ধতিই আছে, যেগুলি ব্যবহার করেও দিব্যি ত্বকের পরিচর্চা করা যায়। ভাত বানিয়ে সাধারণত ফ্যান বা মাড় ফেলে দেওয়া হয়। ভাতের ফ্যান কিংবা চাল ভেজানো জলই হতে পারে রূপচর্চার উপকরণ সেই খবর রাখেন কি? ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখা থেকে জেল্লা বৃদ্ধি, তেলতেলে ভাব দূর করা থেকে ট্যান দূর করতে— ভাতের ফ্যান কিন্তু দারুণ উপকারী। কী ভাবে ব্যবহার করলে উপকার পাবেন, রইল হদিস।
১) দু’চামচ ভাতের ফ্যানের সঙ্গে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে, ত্বককে মসৃণ ও কোমল রাখতে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
২) চার চামচ ভাতের ফ্যান, এক চামচ অ্যালো ভেরা জেল, রিঠার জলের সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। সারা দিনে দু’তিন বার এটি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটিও খুব ভাল ফেসওয়াশের কাজ করে।
ভাতের ফ্যান হতে পারে রূপচর্চার উপকরণ সেই খবর রাখেন কি? ছবি: সংগৃহীত।
৩) দীর্ঘ ক্ষণ চাল ভিজিয়ে রেখে সেইই জল একটি স্প্রে বোতলে ভরে রাখুন। মুখ ভাল করে পরিষ্কার করে নিয়ে এই জল টোনার হিসাবে নিয়ম করে ব্যবহার করুন। ত্বক নরম রাখতে ও জেল্লাদার করতে এই টোটকা বেশ উপকারী।